আজব চুরি ! গুগল ম্যাপ দেখে পথ চিনে ১১ মন্দিরে লুঠপাট চালালেন ভিন্ন পেশার ৫ তরুণ !
Last Updated:
#কর্নাটক: ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত পাঁচ তরুণ! বয়স ১৯ থেকে ২৬ বছরের মধ্যে! আচমকাই তাঁদের মাথায় এল এক আইডিয়া! অবসর সময়ে কিছু অতিরিক্ত রোজগার করবেন ! কিন্তু কীভাবে ? চুরি করে ! অথচ তাঁরা কেউই কিন্তু পেশাদার চোর নয়!
তবে গোড়া থেকেই বলা যাক! কর্নাটকের বাসিন্দা পাঁচ যুবক গুগল ম্যাপ দেখে রাজ্যের প্রত্যন্ত এলাকার ১১টি মন্দির চিহ্নিত করেন। এই সব মন্দিরে খুব একটা পূণ্যার্থীর ভিড় হয় না, নিরাপত্তা বা নজরদারির ব্যবস্থাও নেই বললেই চলে! এরপর, গুগল ম্যাপ দেখে পথ চিনে সেই ১১টি মন্দিরে লুঠপাট চালান তাঁরা। বিগ্রহের গয়না ও পুজোর জিনিসপত্র মিলিয়ে মোট ২.৯ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করেন ! কিন্তু চমারাজানগরের পুলিশ তাঁদের থেকেও বেশি 'স্মার্ট'! পাঁচজনকেই গ্রেফতার করেছে।
advertisement
চুরি যাওয়া প্রতিটি মন্দিরই প্রত্যন্ত এলাকায় হওয়ায় চুরিগুলোর মধ্যে সাদৃশ্য খুঁজে পায় পুলিশ। বিশেষ তদন্তকারী দল গঠন করে মন্দিরগুলি ঠিক কোথায় দেখতে গুগল ম্যাপের আশ্রয় নেয় পুলিশও। সেখান থেকেই তদন্তকারী অফিসারদের মাথায় আসে যে একই পদ্ধতিতে মন্দরগুলি হয়তো খুঁজে বের করেছেন চোরেরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2019 6:20 PM IST