#শ্রীনগর: শনিবার সকালেই আবার উত্তপ্ত জম্মু-কাশ্মীর উপত্যকা । দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মারা গিয়েছে প্রায় পাঁচ জঙ্গি। শ্রীনগর থেকে ৭২ কিলোমিটার দূরে কুলগামে এখনও অনুসন্ধান চালিয়ে যচ্ছে বাহিনী, জারি রয়েছে গুলির লড়াইও । এখনও অনেক জঙ্গিই লুকিয়ে রয়েছে বলে সন্দেহ নিরাপত্তা বাহিনীর ।
Encounter between terrorists & security forces is underway in Kulgam's Chowgam. 3 terrorists have been killed so far. Train services between Baramulla-Qazigund have been suspended: #JammuAndKashmir Police (visuals deferred by unspecified time) pic.twitter.com/FKpU426GVd
— ANI (@ANI) September 15, 2018
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই গুলি বিনিময়ে মারা গিয়েছেন হিজবুল কমান্ডার গুলজার পর্দার । বারামুলা থেকে কাজিগুন্দের মধ্যে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে।
বৃহস্পতিবারও আরও একটি এনকাউন্টারে মারা গিয়েছিল ৮ জন জঙ্গি । জখম হয়েছিলেন প্রায় ১২ জন পুলিশকর্মী ও সেনা। রিয়াসি জেলায় প্রায় ৩৩ ঘন্টা জঙ্গি বনাম সেনার গুলির লড়াইয়ে মারা গিয়েছে জইশ-ঈ-মহম্মদের দুই জঙ্গি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Encounter, Jammu And Kashmir, Terrorists Killed, কুলগাম, গুলি বিনিময়, নিহত ৫ জঙ্গি