এবার পাঁচ কোটি চাকরি দেবে মোদি সরকার
Last Updated:
আগামী পাঁচ বছরে দেশে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানালেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের মন্ত্রী নিতিন গডকড়ী।
#নয়াদিল্লি: পাঁচ বছরে পাঁচ কোটি চাকরি ৷ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে চাকরির ক্ষেত্রে পরবর্তী পাঁচ বছরে মোদি সরকারের নয়া টার্গেট ৷ আগামী পাঁচ বছরে দেশে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানালেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের মন্ত্রী নিতিন গডকড়ী। এর আগে ২০১৪ সালেও ক্ষমতায় আসার পর দু’কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদির সরকার ৷
অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যাঙ্ক ও শিল্প ক্ষেত্রে সংস্কারের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এবার ছোট শিল্পে লগ্নি আনতে ও করের ক্ষেত্রে নানা সুবিধা দিতে জোর দিচ্ছে কেন্দ্র ৷ সংশ্লিষ্ট শিল্পের মন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই বড়সড় পরিবর্তন আসবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৷ জনজাতি, গ্রামীণ ও কৃষিপ্রধান এলাকায় তৈরি হবে বিপুল চাকরির সুযোগ ৷ উল্লেখ্য, ভারতের জিডিপিতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের অবদানই ২৯ শতাংশ ৷ এখনও পর্যন্ত ১১ কোটি কর্মসংস্থান হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2019 8:40 PM IST