BSF Jawan Killed: পরপর গুলি, একে-একে মৃত্যু ৫ BSF জওয়ানের! অমৃতসরের মেসে মারাত্মক ঘটনা

Last Updated:

BSF Jawan Killed: মারাত্মক ঘটনা অমৃতসরে। সহকর্মীর গুলিতে মৃত্যু হল ৫ বিএসএফ জওয়ানের।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#অমৃতসর: সহকর্মীদের সঙ্গে বচসা, আর তা থেকেই বচসা, আর সেখান থেকেই আচমকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি। মারাত্মক ঘটনা অমৃতসরে। সহকর্মীর গুলিতে মৃত্যু হল ৫ বিএসএফ জওয়ানের। অভিযুক্ত বিএসএফ কনস্টেবল। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে।
জানা গিয়েছে, ওই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন জওয়ান। তাঁদের মধ্যে আশঙ্কাজনক কয়েক জন। আক্রমণকারী বিএসএফ কনস্টেবলেরও মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, খাসার বিএসএফ মেসে সত্তেপার নামের এক কনস্টেবল অন্যান্য জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৫ BSF জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
advertisement
advertisement
কী কারণে ওই কনস্টেবল গুলি চালাল তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। তবে, প্রত্যক্ষদর্শী কয়েকজন জওয়ানের দাবি, রবিবার সকালে কোনও বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে ঝগড়া শুরু হয় সত্তেপারের। সেই বচসা চলাকালীন আচমকাই সত্তেপা তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে দেন। তাতেই ঘটে যায় মারাত্মক ঘটনা।
advertisement
এই ঘটনার প্রেক্ষিতে বিএসএফ-এর তরফে বিবৃতি জারি করা বলা হয়েছে, "৬ মার্চ খাসায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কনস্টেবল সত্তেপারের গুলিতে শহিদ হয়েছেন ৫ জন জওয়ান। অভিযুক্ত কনস্টেবলও এই ঘটনার মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক জওয়ান। ঠিক কী ঘটেছিল তা জানতে তদন্ত করা হবে।"
বাংলা খবর/ খবর/দেশ/
BSF Jawan Killed: পরপর গুলি, একে-একে মৃত্যু ৫ BSF জওয়ানের! অমৃতসরের মেসে মারাত্মক ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement