অক্সফোর্ডের ভ্যকসিন নিতেই মৃতপ্রায় দশা! পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন এক ভারতীয় যুবক
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
ট্রায়ালে অংশগ্রহণ করে বড় ধরনের শারীরিক ক্ষতির মুখে পড়েছেন, এই অভিযোগ জানিয়ে ওই ব্যক্তি বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছেন।
#চেন্নাই: দিন কয়েক আগেই সেরাম ইন্সটিটিউট বলেছিল বিনা বাধায় ট্রায়াল চলছে। কিন্তু এবার সত্যিই বড় বাধার মুখে পড়ল ভারতে অক্সফোর্ড ভ্যাকসিন কোভিশিল্ডের ট্রায়াল। ট্রায়ালে অংশগ্রহণ করে বড় ধরনের শারীরিক ক্ষতির মুখে পড়েছেন, এই অভিযোগ জানিয়ে ওই ব্যক্তি বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করছেন।
৪০ বছর বয়সি ওই ব্যক্তি চেন্নাইয়ের বাসিন্দা। তাঁর অভিযোগ কোভিশিল্ড ভ্যাকসিনের ট্রায়ালে অংশ গ্রহণ করে বড় পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন তিনি। অভিযোগ, নার্ভাস ব্রেকডাউন-সহ একাধিক স্নায়বিক সমস্যা হচ্ছে তাঁর ভ্যাকসিন নেওযার পর থেকেই।
এই কারণে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়াকে। পাশাপাশি তিনি চাইছেন অতিদ্রুত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন ট্রায়াল বন্ধ হোক ভারতে।
advertisement
advertisement
40-year-old man who took part in the 'Covidshield' vaccine trial in Chennai alleges serious side effects, including virtual neurological breakdown and impairment of cognitive functions; seeks Rs 5 crore compensation.
— Press Trust of India (@PTI_News) November 29, 2020
ওই ব্যক্তির দাবি এই ভ্যাকসিন আদৌ সুরক্ষিত নয়, ফলে পরীক্ষা, উৎপাদন বা সরবরাহ সবই বন্ধ রাখতে হবে ভারতীয় সংস্থাকে। এই মর্মে আইনি চিঠিও পাঠিয়েছেন তিনি সেরাম ইন্সটিটিউটে।
advertisement
সেরাম ইন্সটিটিউট ভারতে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে চুক্তিবদ্ধ এই কোভিশিল্ড তৈরির ব্যপারে। সম্প্রতি সেরাম কর্তা আদর পুনাওয়ালা বলেছেন, অনুমোদন পেলে ভারতে কোভিড ভ্যাকসিন পাওয়া যেতে পারে জানুয়ারিতেই। ভারতে ৩০০ কোটি ডোজ কোভিশিল্ড উৎপাদন হওয়ার কথা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2020 6:57 PM IST