মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণ দিল্লিতে

Last Updated:

মায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিল ৪ বছরের মেয়ে, অভিযোগ, সেখানেই ধর্ষণের শিকার একরত্তি ফুটফুটে

#নয়াদিল্লি: মায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিল ৪ বছরের মেয়ে, অভিযোগ, সেখানেই ধর্ষণের শিকার একরত্তি ফুটফুটে! ফের একবার নির্মম, পাশবিক ধর্ষণের সাক্ষী দিল্লি।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দিল্লির বহিরাঞ্চলে ধর্ষণের ঘটনাটি ঘটে । মায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিল ৪ বছরের মেয়ে। যখন মা মন্দিরে পুজো দিচ্ছিলেন তখন মন্দিরের বাইরে খেলায় ব্যস্ত ছিল ছোট্ট মেয়েটি। আশপাশে মা নেই, সেই সুযোগেই নিষ্পাপ শিশুটিকে তুলে নিয়ে যায় অভিযুক্ত। মন্দিরের কাছে নিরিবিলি-নির্জন একটি জায়গাতে ধর্ষণ করে তারপর ফেলে যায় মন্দির চত্বরেই। পুজো শেষে মন্দিরের বাইরে মেয়েকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যান মা, খোঁজাখুঁজি শুরু করতেই মন্দিরের বাইরে মেয়েকে পড়ে থাকতে দেখেন। এরপরই পুলিশে অভিযোগ জানান মা। নির্জাতিতা শিশুর মেডিক্যাল পরীক্ষা করলে দেখা যায় তাকে ধর্ষণ করা হয়েছে। থানায় POCSO অ্যাক্টে মামলা রুজু হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তের বয়সও খুব বেশি নয়। তাই সে নাবালক কি না, সে বিষয়ে নিশ্চিত হতে অভিযুক্তের মেডিক্যাল টেস্ট করাতে দিয়েছে।
advertisement
অন্যদিকে, মঙ্গলবার আরও একটি ধর্ষণের ঘটনা ঘটে দিল্লিতে। উত্তর দিল্লিতে ধর্ষণের শিকার হয় ৬ বছরের এক নাবালিকা। বাড়ির কাছে একটি পার্কে খেলছিল মেয়েটি, সেইসময়ই ৫২ বছরের অভিযুক্ত খেলনার লোভ দেখিয়ে মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায়, সেখানেই ধর্ষণ করে। আহত, গোপনাঙ্গে দগদগে ক্ষত নিয়ে মেয়েটি কোনওরকমে বাড়ি ফিরে পুরো ঘটনা কাকিমাকে জানায়। সঙ্গেসঙ্গে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবার থানায় অভিযোগ দায়ের করলে POCSO অ্যাক্টে মামলা রুজু হয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণ দিল্লিতে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement