#শ্রীনগর: ফের জঙ্গি হামলার নিশানায় সেনা ছাউনি ৷ কাশ্মীরে বান্দিপোরায় শিআরপিএফ ছাউনিতে হামলা চালায় চার জঙ্গি ৷ জওয়ানদের তৎপরতায় খতম চারজনেই ৷
সোমবার ভোররাতে ৪টের কিছু সময় পর বান্দিপোরার সুম্বলের একটি সিআরপিএফ ছাউনিতে অর্তকিতে হামলা চালায় চার জঙ্গি ৷ সুরক্ষা বলয় ভেঙে জোর করে ৪৫ নম্বর ব্যাটেলিয়নের ছাউনিতে ঢোকার চেষ্টা করে ৷ এমন সময় সতর্ক সেনার গুলি চালাতে শুরু করে ৷ জঙ্গিরা পাল্টা গুলি চালালেও জওয়ানদের সঙ্গে না পেরে উঠে খতম চার জঙ্গিই ৷
সেনা সূত্রে খবর, জঙ্গিরা আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে ওই সেনা ছাউনিতে হানা দিয়েছিল ৷ তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ৷
AKs and huge quantity of grenades recovered. I compliment the alertness of CRPF & J&K Policemen. pic.twitter.com/Uz6Zi6PpS4
— Shesh Paul Vaid (@spvaid) June 5, 2017
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bandipora, Crpf camp, Fidayeen attack, Militants Killed, Terror Attack