বেগুসরাইয়ে কার্তিক পূর্ণিমার উপলক্ষ্যে গঙ্গা স্নানের সময় পদপিষ্ট হয়ে মৃত ৪
Last Updated:
বিহারের বেগুসরাইয়ের সিমরিয়ায় কার্তিক পূর্ণিমায় গঙ্গা স্নানের সময় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
#পটনা: বিহারের বেগুসরাইয়ের সিমরিয়ায় কার্তিক পূর্ণিমায় গঙ্গা স্নানের সময় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত ১০। পুজো দিতে আজ সিমরিয়া ঘাটে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। সেখানে আচমকাই একটি গুজব রটে যায়। তাতেই ছোটাছুটির সময় দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশ কয়েকজনের দেহ গঙ্গায় ছুড়ে ফেলে দেয়। এরপরই পরিস্থিতি আরও খারাপ হয় ওঠে। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবারপিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা বিহার সরকারের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2017 11:26 AM IST