লকডাউনের পরে প্রতি ৫ ভারতীয়ের মধ্যে ৪ জনই কেনাকাটায় খরচ কমাবেন: সার্ভে রিপোর্ট

Last Updated:

লকডাউনের পরে শপিং করতে তীব্র অনীহা ক্রেতাদের মধ্যে৷ সমীক্ষায় দেখা গেল, লকডাউনের পরে প্রতি ৫ জন ভারতীয়ের মধ্যে ৪ জনই কেনাকাটায় খরচ কমিয়ে ফেলবেন৷

#নয়াদিল্লি: অশনিসঙ্কেত আগেই ছিল৷ লকডাউন ধীরে ধীরে উঠতেই অর্থনীতির করুণ রূপটা আরও প্রকট হতে শুরু করল৷ আনলক ১-এ যখন রিটেল ব্যবসায়ীরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন ক্রেতাদের মধ্যে কেনাকাটা করার প্রবণতাই কমে গিয়েছে৷ লকডাউনের পরে শপিং করতে তীব্র অনীহা ক্রেতাদের মধ্যে৷ সমীক্ষায় দেখা গেল, লকডাউনের পরে প্রতি ৫ জন ভারতীয়ের মধ্যে ৪ জনই কেনাকাটায় খরচ কমিয়ে ফেলবেন৷
রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (RAI)-এর সার্ভে বলছে, লকডাউনের পরে বহু মানুষ খরচ কমাবেন৷ ইতিমধ্যেই যা শুরু হয়ে গিয়েছে৷ দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্তরের ৪ হাজার জনের উপর এই সার্ভে করা হয়৷
সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে, প্রায় ৬২ শতাংশ মানুষ বলছেন, লকডাউন উঠলে প্রথম তিন মাসে তাঁরা দোকানে গিয়ে কেনাকাটা করবেন৷ কিন্তু ৭৮ শতাংশ মানুষ বলছেন, তাঁরা কেনাকাটা করা কমিয়ে ফেলবেন৷
advertisement
advertisement
মাত্র ৬ শতাংশ ক্রেতার বক্তব্য, কেনাকাটায় তাঁরা খরচ বাড়াবেন লকডাউনের পরে৷ যার নির্যাস, ধুঁকতে থাকা রিটেল ক্ষেত্রের ঘুরে দাঁড়ানোর হার অত্যন্ত কম গতিতে এগোচ্ছে৷
সার্ভেতে দেখা গিয়েছে, কেনাকাটার মধ্যে যেগুলি প্রথম সারিতে, তা হল, ৫২ শতাংশ খাবার ও মুদিখানার জিনিস৷ এবং সবচেয়ে আশ্চর্য হল, টিভি, ফ্রিজের মতো কনজিউমার ডিউরেবল পণ্য, প্রসাধনী, জুতো ক্রেতাদের কেনাকাটার তালিকায় প্রথম ৫-এ রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউনের পরে প্রতি ৫ ভারতীয়ের মধ্যে ৪ জনই কেনাকাটায় খরচ কমাবেন: সার্ভে রিপোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement