Crime: রেলের তেল চুরি করতে গিয়ে ধৃত ৪! অবাক করা কাণ্ড জনশতাব্দী এক্সপ্রেসে!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
১২০৬৭ আপ জনশতাব্দী এক্সপ্রেসের জেনারেটর ব্রেক ভ্যান থেকে হাই-স্পিড ডিজেল (এইচএসডি)তেল চুরির ঘটনায় রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। এসি/টিএল/গুয়াহাটি-এর সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে একটি মেমো দ্বারা পাওয়ার কার থেকে এইচএসডি তেল চুরির কথা জানানো হয়েছিল।
গুয়াহাটি: ১২০৬৭ আপ জনশতাব্দী এক্সপ্রেসের জেনারেটর ব্রেক ভ্যান থেকে হাই-স্পিড ডিজেল (এইচএসডি)তেল চুরির ঘটনায় রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। এসি/টিএল/গুয়াহাটি-এর সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে একটি মেমো দ্বারা পাওয়ার কার থেকে এইচএসডি তেল চুরির কথা জানানো হয়েছিল।
তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে আরপিএফ-এর আধকারিকরা তাৎক্ষণিকভাবে একটি অভিযান ও তল্লাশি চালায়। তাদের প্রচেষ্টায় চারজন অপরাধীকে সফলভাবে গ্রেফতার করা হয় এবং চুরি হওয়া ১০ লিটার এইচএসডি তেল উদ্ধার করা হয়।
advertisement
এই ঘটনায় রেলওয়ে সম্পত্তি (বেআইনি দখল) আইনের ধারার ৩ (ক) এবং রেলওয়ে আইনের ধারা ১৫৪ এবং ১৬৪ এর অধীনে গত ২৯ এপ্রিলে মামলা নং ০৭/২৫ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
advertisement
গ্রেফতার হওয়া ব্যক্তিদের স্পেশাল রেলওয়ে ম্যাজিস্ট্রেট (এসআরএম), সামনে হাজির করা হয় এবং আরপিএফ/গুয়াহাটির ইনকোয়ারি অফিসার (ইও)-এর অনুরোধে তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলে মার্চ মাসে ১৯ জন অপরাধী গ্রেফতার হয়েছে। এপ্রিল মাসেও তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, বর্তমান তারিখ পর্যন্ত আরও ২২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 02, 2025 9:01 PM IST








