Maoist Security force encounter: একসঙ্গে নিকেশ ৩৬ মাওবাদী! দান্তেওয়াড়ার জঙ্গলে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

Last Updated:

মাওবাদীদের ডেরা থেকে স্বয়ংক্রিয় রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর৷

মাওবাদী দমনে বড় সাফল্য৷ ফাইল ছবি
মাওবাদী দমনে বড় সাফল্য৷ ফাইল ছবি
নয়াদিল্লি: একসঙ্গে ৩৬ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী৷ এ দিন ছত্তীসগড়ে নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে মাওবাদী দমনে এই বড়সড় সাফল্য আসে৷
এ দিন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স যৌখ অভিযান চালায়৷ বেলা সাড়ে বারোটা নাগাদ জঙ্গলের ভিতরে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়৷ এখনও দু পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে বলে খবর৷
advertisement
advertisement
মাওবাদীদের ডেরা থেকে স্বয়ংক্রিয় রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর৷
সূত্রের খবর, গোয়েন্দা সূত্রে দান্তেওয়াড়া-নারায়ণপুর সীমান্ত লাগোয়া ওই জঙ্গলে মাওবাদীদের বড়সড় জমায়েতের খবর আসে৷ এর পরই গতকাল ওরচা এবং বারসুর থানা এলাকার গোভেল, নেন্দুর এবং থুলথুলি গ্রামে নিরাপত্তা বাহিনীর আলাদা আলাদা দল পাঠানো হয়৷ গতকাল থেকেই গ্রাম লাগোয়া জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী৷ ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনাকে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য বলেই দাবি করেছেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maoist Security force encounter: একসঙ্গে নিকেশ ৩৬ মাওবাদী! দান্তেওয়াড়ার জঙ্গলে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement