Mamata Banerjee on RG Kar incident: 'দুর্ঘটনা ঘটে যায়, মানুষ মানতে পারে না!' দুর্গাপুজোর উদ্বোধনের মাঝেই বললেন মমতা

Last Updated:

এ দিন দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজোর পাশাপাশি ভার্চুয়ালি জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি
কলকাতা: দুর্গাপুজোর উদ্বোধনে গিয়েও নাম না করে আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরজি কর কাণ্ডকে দুর্ঘটনা এবং দুঃখজনক বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন দক্ষিণ কলকাতার একাধিক নাম করা পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ হিন্দুস্তান পার্কের উদ্বোধন করতে গিয়েই আরজি কর প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। দুঃখজনক ঘটনা কেউ মানতে পারে না। বাংলার যারা অপমান করেন তাদের বলবো শুভ বুদ্ধির উদয় হোক।
advertisement
advertisement
আরজি কর কাণ্ড নিয়ে আন্দোলন চলতে থাকলেও দুর্গা পুজোর আয়োজনকে এই বিতর্কে বাইরে রাখার আর্জি আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ যা নিয়ে বিতর্কও হয়েছিল৷ মুখ্যমন্ত্রী অবশ্য গত কয়েকদিন ধরেই অন্যান্য বছরের মতোই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেছেন৷
এ দিন দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজোর পাশাপাশি ভার্চুয়ালি জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলার পুজোর উদ্বোধন করার মাঝেই বন্যা দুর্গত এলাকাগুলির খোঁজ নেন মুখ্যমন্ত্রী৷ পুজোর সময়ও ওই এলাকাগুলির মানুষের খোঁজখবর রাখার জন্য পুলিশ, প্রশাসনের কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on RG Kar incident: 'দুর্ঘটনা ঘটে যায়, মানুষ মানতে পারে না!' দুর্গাপুজোর উদ্বোধনের মাঝেই বললেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement