ভারতের পাল্টা জবাব, ভারতীয় সেনার গুলিতে মৃত ৩ পাক সেনা
Last Updated:
ভারতীয় সেনা মঙ্গলবার কড়া জবাব দেয়৷ ভোর রাত থেকেই পাকিস্তান সেনাঘাঁটি লক্ষ্য করে প্রবলগুলি চালাতে শুরু করেন ভারতের জওয়ানরা৷ গুলি ছাড়াও ভারত গোলাও বর্ষণ করে৷
#রাওয়ালাকোট: গত ২-৩ দিন ধরেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীরে ভারতীয় সেনার উপর হামলা চালাচ্ছিল পাকিস্তান৷ শিশু-সহ বেশ কয়েকজন সাধারণ মানুষে মৃত্যু হয়েছে পাক হামলায়৷ মঙ্গলবার ভোরে জবাব দিল ভারত৷ কাশ্মীরের রাওয়ালাকোটায় রাখচিকরি সেক্টরে ৩ পাকিস্তানি সেনাকে মারলেন ভারতের জওয়ানরা৷ ভারতীয় জওয়ানদের বুলেটে গুরুতর আহত হয়েছেন আরেক পাক সেনাও৷
সোমবারই পাকিস্তানের হামলায় একটি ৫ বছরের শিশুকন্যা ও এক বিএসএফ ইন্সস্পেক্টরের মৃত্যু হয়৷ পাকিস্তান গত দু তিন ধরে গোলাবর্ষণ করছে পাকিস্তান৷ কাশ্মীরে সীমান্ত লাগোয়া গ্রামগুলির একের পর এক বাড়ি পাক মর্টারে ধ্বংস হচ্ছে৷ পাকিস্তানের ছোড় গোলায় নিয়ন্ত্রণরেখা লাগোয়া ৬টি গ্রাম পুড়ে গিয়েছে৷ ভারতীয় সেনা মঙ্গলবার কড়া জবাব দেয়৷ ভোর রাত থেকেই পাকিস্তান সেনাঘাঁটি লক্ষ্য করে প্রবলগুলি চালাতে শুরু করেন ভারতের জওয়ানরা৷ গুলি ছাড়াও ভারত গোলাও বর্ষণ করে৷
advertisement
জানুয়ারি মাস থেকেই এই নিয়ে ৫০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান৷ সোমবার দুপুরে ৫ বছরের সোবিয়া বাড়ির বাইরে উঠোনে খেলছিল৷ পাকিস্তানের গোলায় শিশুটির শরীর ঝলসে যায় মুহূর্তে৷ ভারতের প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় সেনা এ বার জবাব দেওয়া শুরু করেছে৷
advertisement
আরও ভিডিও: দিল্লি বিমানবন্দরে ভারতীয় সেনা, 'বন্দে মাতরম' ধ্বনিতে স্বাগত জানালেন যাত্রীরা
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2019 10:26 AM IST