#মুম্বই: কয়েক সপ্তাহ আগে গাড়ি শিল্পে মন্দার জন্য নতুন প্রজন্মের ওলা-উবের চাপাকেই দুষেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ৷ এ বার দেশের আর্থিক বৃদ্ধির হার কমাকে অস্বীকার করে 'আশ্চর্য' যুক্তি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ৷ তাঁর বক্তব্য, আর্থিক বৃদ্ধির হার কমেনি৷ কমলে ৩টি বলিউড সিনেমা গত ২ অক্টোবর ১২০ টাকার ব্যবসা করত না৷ অতএব কোনও আর্থিক স্লোডাউন নেই৷
শনিবার মুম্বইয়ে একটি সাংবাদিক বৈঠকে রবিশংকর প্রসাদকে আর্থিক বৃদ্ধির হারে মন্দা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে ওঠেন৷ তারপরেই বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলাম৷ আমি সিনেমা দেখতে খুবই পছন্দ করি৷ চলচ্চিত্র কিন্তু দারুণ ব্যবসা করছে৷ ২ অক্টোবর তিনটি ছবি রিলিজ করেছে৷ চিত্র সমালোচক কোমল নাহতা আমায় জানালেন, ২ অক্টোবর ন্যাশনাল হলিডে-তে তিনটি ছবি ১২০ কোটি টাকার ব্যবসা করেছে৷ এটা তো ভালো লক্ষণ৷'
প্রসঙ্গত, জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে গত ৬ বছরে সবচেয়ে কম জিডিপি-র হার সবচেয়ে কম ভারতে৷ আর্থিক বৃদ্ধির হার চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ সবচেয়ে খারাপ অবস্থা গাড়ি শিল্পে৷ বিক্রি কমছে প্রতি মাসে৷ কর্মীদের চাকরি যাচ্ছে৷
আরও ভিডিও: আর্থিক মন্দা: শাক দিয়ে মাছ ঢাকছে বিজেপি?