'দেশে আর্থিক মন্দা কই? ৩টি সিনেমা ১২০ কোটি টাকা আয় করল!' দাবি কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের

Last Updated:

শনিবার দিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে রবিশংকর প্রসাদকে আর্থিক বৃদ্ধির হারে মন্দা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে ওঠেন৷

#মুম্বই: কয়েক সপ্তাহ আগে গাড়ি শিল্পে মন্দার জন্য নতুন প্রজন্মের ওলা-উবের চাপাকেই দুষেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ৷ এ বার দেশের আর্থিক বৃদ্ধির হার কমাকে অস্বীকার করে 'আশ্চর্য' যুক্তি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ৷ তাঁর বক্তব্য, আর্থিক বৃদ্ধির হার কমেনি৷ কমলে ৩টি বলিউড সিনেমা গত ২ অক্টোবর ১২০ টাকার ব্যবসা করত না৷ অতএব কোনও আর্থিক স্লোডাউন নেই৷
শনিবার মুম্বইয়ে একটি সাংবাদিক বৈঠকে রবিশংকর প্রসাদকে আর্থিক বৃদ্ধির হারে মন্দা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে ওঠেন৷ তারপরেই বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলাম৷ আমি সিনেমা দেখতে খুবই পছন্দ করি৷ চলচ্চিত্র কিন্তু দারুণ ব্যবসা করছে৷ ২ অক্টোবর তিনটি ছবি রিলিজ করেছে৷ চিত্র সমালোচক কোমল নাহতা আমায় জানালেন, ২ অক্টোবর ন্যাশনাল হলিডে-তে তিনটি ছবি ১২০ কোটি টাকার ব্যবসা করেছে৷ এটা তো ভালো লক্ষণ৷'
advertisement
প্রসঙ্গত, জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে গত ৬ বছরে সবচেয়ে কম জিডিপি-র হার সবচেয়ে কম ভারতে৷ আর্থিক বৃদ্ধির হার চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ সবচেয়ে খারাপ অবস্থা গাড়ি শিল্পে৷ বিক্রি কমছে প্রতি মাসে৷ কর্মীদের চাকরি যাচ্ছে৷
advertisement
আরও ভিডিও: আর্থিক মন্দা: শাক দিয়ে মাছ ঢাকছে বিজেপি? 
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
'দেশে আর্থিক মন্দা কই? ৩টি সিনেমা ১২০ কোটি টাকা আয় করল!' দাবি কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement