গুজরাত পুলিশের জালে ৩, ভারতের বিভিন্ন জায়গায় ছিল হামলার ছক! সন্ত্রাস দমনে বড় সাফল্য
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সন্ত্রাসদমন অভিযানে বড় সাফল্য পেল গুজরাতের সন্ত্রাসদমন শাখা। সূত্রের খবর মোট তিন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রের খবর, তিনজন অভিযুক্ত গোটা ভারতেই বিভিন্ন জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।
আহমেদাবাদ: সন্ত্রাসদমন অভিযানে বড় সাফল্য পেল গুজরাতের সন্ত্রাসদমন শাখা। সূত্রের খবর মোট তিন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রের খবর, তিনজন অভিযুক্ত গোটা ভারতেই বিভিন্ন জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।
জানা গিয়েছে, ধৃতেরা হলেন ডঃ আহমেদ মহিউদিন সইদ, মহম্মদ সুহেল, এবং আজাদ সুলেমান সাইফি। তাঁরা প্রত্যেকেই গুজরাতের আদালাজ টোল প্লাজার কাছে অস্ত্র পাচার করছিলেন। তদন্তকারীরা আরও জানিয়েছেন এই তিনজনই গোটা ভারতবর্ষে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা করছিলেন।
আরও পড়ুন: ২০২৬ BRICS সভাপতিত্বে মোদি! বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি গড়ে তোলা নিয়ে বিরাট পরিকল্পনা
গুজরাত এটিএসের ডিআইজি সুনীল জোশী জানিয়েছেন, এই তিনজনের উপর প্রায় এক বছর ধরে নজরদারি চালানো হচ্ছিল। এটিএস বিশ্বস্ত সূত্রে খবর পায় মূলত হায়দরাবাদের বাসিন্দা ডঃ আহমেদ বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি আহমেদাবাদ এসেছেন। এই তথ্য পাওয়ার পরেই আদালাজ টোল প্লাজা থেকে তিন জনকে আটক করা হয়।
advertisement
advertisement
ধৃতদের থেকে দু’টি গ্লোক, একটি বেরেটা পিস্তল এবং ৩০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ৪ লিটার ক্যাস্টর তেল যা রাইসিন নামক এক ভয়ঙ্কর বিষ উৎপন্ন করতে ব্যবহৃত হয়।
আরও পড়ুন: মাটির নীচে পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে পাকিস্তান! ট্রাম্পের দাবির পরই মুখ খুললেন রাজনাথ!
চিন থেকে এমবিবিএস ডিগ্রি প্রাপ্ত ডাক্তার আহমেদ রাইসিন নামে বিষ উৎপন্ন করার পরিকল্পনা ছিল। আহমেদ ছাড়াও, বাকি দুই আটক ব্যক্তি আজাদ সুলেমান এবং মহম্মদ সালিম খান দুজনে উত্তরপ্রদেশের লখিমপুরের এবং শামলি জেলার। তাঁদের তিনজনকে কাশ্মীরেও খোঁজ পাওয়া গিয়েছিল জানায় এটিএস।
advertisement
তিনজনের মধ্যে একজনকে ১৭ নভেম্বর পর্যন্ত রিমান্ডে হেফাজতে নেওয়া হয়েছে। অন্য দুইজনকে আদালতের সামনে শীঘ্রই তোলা হবে। এর মাঝে এটিএস তদন্ত করে দেখছে এর মধ্যে কোনও আন্তর্জাতিক যোগ আছে কিনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 09, 2025 4:39 PM IST

