বন্যাবিধ্বস্ত উত্তরাখণ্ডে ত্রাণ পৌঁছতে গিয়ে দুর্ঘটনা, বিদ্যুতের তারে ধাক্কা, ভেঙে পড়ল হেলিকপ্টার
Last Updated:
উত্তরকাশীর মোরি থেকে বন্যা দুর্গত মোলডি অঞ্চলে ত্রাণ নিয়ে যাচ্ছিল হেরিটেজ অ্যাভিয়েশন কোম্পানির ওই কপ্টারটি ৷
#দেরাদুন: বন্যাবিধ্বস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী ৷ ত্রাণ পৌঁছতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনা ৷ জানা গিয়েছে, বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে ভেঙে পড়ে হেলিকপ্টারটি ৷ দুর্ঘটনায় মৃত দুই পাইলট সহ এক ক্রু মেম্বার ৷
উত্তরকাশীর মোরি থেকে বন্যা দুর্গত মোলডি অঞ্চলে ত্রাণ নিয়ে যাচ্ছিল হেরিটেজ অ্যাভিয়েশন কোম্পানির ওই কপ্টারটি ৷ রাস্তায় সামনে আসা পাওয়ার কেবলের সঙ্গে ধাক্কা লেগে যায় কপ্টারের ৷ সঙ্গে সঙ্গে আগুন লেগে ভেঙে পড়ে কপ্টারটি ৷
প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কমপক্ষে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর মিলেছে । বিপদসীমার ওপর দিয়ে বইছে উত্তরকাশীর টনস সহ বিভিন্ন নদী । মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত মঙ্গলবার উত্তরকাশীর বন্যাদুর্গত মোরি ব্লক পরিদর্শন করেন। সেখানে ১৬ জন মারা গিয়েছেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2019 3:27 PM IST