ফের কাশ্মীরে গুলির লড়াই, জঙ্গিদের গুলিতে ৩ CRPF জওয়ান শহিদ

Last Updated:

এরপরই এলাকা ঘিরে ফেলা হয়৷ বাড়তি জাওয়ান পৌঁছয় ঘটনাস্থলে৷ তবে জঙ্গিদের খোঁজ মেলেনি৷

#নয়াদিল্লি:  ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কাশ্মীরের সীমান্তে হামলা৷ শহিদ ৩ CRPF জওয়ান৷ আহত হলেন আরও ২৷ রবিবারই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনা অফিসার সহ ৫৷ সোমবার ফের একবার অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে ৩ CRPF জাওয়ানের মৃত্যু হল৷ কুপওয়ারার চেকপয়েন্টে এই লড়াই চলে৷ জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে ১ স্থানীয় কিশোরেরও মৃত্যু হয়েছে৷
ওয়ানগম-কাজিবাদে CRPF-র নাকা পার্টির ওপর হামলা চালায় জঙ্গিরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জাওয়ানের৷ এরপরই পাল্টা হামলা করে নিরাপত্তারক্ষীরা৷ শুরু হয় গুলির লড়াই৷ তবে সেই লড়াই চলে অল্প ক্ষণের জন্য৷ এরমধ্যেই কোনও ভাবে ওই সংঘর্ষের মধ্যে পড়ে যান স্থানীয় মহম্মদ হাদিম ভাট৷ তারও মৃত্যু হয়৷
এরপরই এলাকা ঘিরে ফেলা হয়৷ বাড়তি জওয়ান পৌঁছয় ঘটনাস্থলে৷ তবে জঙ্গিদের খোঁজ মেলেনি৷ গত ৪৮ ঘণ্টায় ফের কুপওয়ারায় বাহিনীর ওপর হামলা কাশ্মীর উপত্যকায় ফের অশান্তি মাথা চাড়া দেওয়ারই ইঙ্গিত৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ফের কাশ্মীরে গুলির লড়াই, জঙ্গিদের গুলিতে ৩ CRPF জওয়ান শহিদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement