#লখনউ:প্রায় ৩৫০ বছর আগে বেগম মুমতাজের স্মৃতিতে সম্রাট শাহজাহান যে স্মৃতি সৌধ তৈরি করেছিলেন তা শুধু ভারত নয় গোটা বিশ্বের কাছেই তা একটা অনবদ্য উপহার৷ স্ত্রী বা গার্লফ্রেন্ডকে খুশি করতে ‘তোমার জন্য চাঁদ আনতে পারি’, ‘তোমার জন্য তাজমহল বানিয়ে দেব’ ইত্যাদি কত ভালো ভালো কথাই না চিরকাল বলে এসেছেন প্রেমিকরা৷ কিন্তু উত্তরপ্রদেশের কাসের কালান গ্রামের বাসিন্দা ফইজুল হাসান কাদ্রি শুধু ‘প্রতিশ্রুতি’ দিয়েই ভুলে যাননি ৷ স্ত্রী-র স্মৃতিতে সত্যি বানিয়ে দেখালেন ‘দ্বিতীয় তাজমহল’৷১৯৫৩ সালে তাজামুল্লির সঙ্গে প্রেমপর্ব শুরু হয় ফইজুলের। ২০১১ তে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তাজামুল্লি । ঠিক সেসময়েই নিজের 'বেগমের' স্মৃতির উদ্দেশ্যে ‘মিনি তাজমহল’ তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি। তাজমহল বানাতে খরচ অনেক, তাই ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছেন স্ত্রীর গয়না। বিক্রি করেছেন নিজের জমিও। কিন্তু তাতেও সব টাকা এখনও জোগাড় করতে সমর্থ্য হননি ফইজুল৷ কারণ মিনি তাজমহল বানাতে খরচ হবে মোট ১৮ লক্ষ টাকা। যার মধ্যে ১১ লক্ষ টাকা তিনি খরচ করেছেন। বাকি টাকা জোগাড় করতে না পারায় এখন আটকে রয়েছে নির্মাণ কাজ। কাদ্রি সাহেবকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন গ্রামের অনেকেই, কিন্তু তাঁদেরকে ফিরিয়ে দিয়েছেন ফইজুল৷ কারণ এব্যাপারে তিনি কারোর সাহায্য নিতে মোটেই রাজি নন৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।