Rising India Summit 2019-র মঞ্চে এসে যা বললেন মোদি, থাকল বাছাই করা সেরা ১০টি মন্তব্য

Last Updated:
#নয়াদিল্লি: নেটওয়ার্ক18-এর দু’দিনব্যাপী Rising India Summit-এর প্রথমদিনেই উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার অনুষ্ঠান শুরু হয়েছিল যোগগুরু বাবা রামদেব এবং সদগুরু-কে দিয়ে ৷ সবশেষে মঞ্চে উঠেছিলেন প্রধানমন্ত্রী ৷ নিউজ১৮-এর মঞ্চেও বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি মোদি ৷ তাঁর সাফ কথা, ‘‘আমার বিরুদ্ধে এখন একজোট হচ্ছেন দেশের দুর্নীতিগ্রস্তরা ৷’’
প্রধানমন্ত্রী এদিন রাইজিংয়ের মঞ্চে দাবি করেন,
১. এতকাল নীতিহীনতায় ভুগছিল দেশ ৷ বিজেপি সরকারের জমানায় দেশের আর্থিক বৃদ্ধি ‍৫% থেকে বেড়ে ৮% হয়েছে ৷ একের পর এক প্রকল্প গড়েছে সরকার ৷
advertisement
২.  জনধন যোজনাকে কটাক্ষ করেন অনেকে ৷ এই যোজনায় বহু মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন ৷ ৩৪ কোটির বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে ৷
advertisement
. আধার বাতিলের চক্রান্ত হয় ৷ আধারের পর কমিশন নেওয়া এখন বন্ধ ৷
৪. প্রচুর ভুয়ো অ্যকাউন্ট বন্ধ হয়েছে ৷ ভুয়ো অ্যাকাউন্টে সরকারি টাকা হাতানো বন্ধ ৷ এর ফলে সরকারের ১.১০ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে ৷
৫. কৃষকদের সুবিধায় প্রকল্প নিয়েছে সরকার ৷ ১২ কোটি কৃষক পরিবারের জন্য প্রকল্প ৷
advertisement
৬. ডিজিটাল লেনদেনে দুর্নীতি বন্ধ হয়েছে ৷ জনতার টাকা লুঠ বন্ধ করেছি ৷ আমার বিরুদ্ধে এখন একজোট হচ্ছেন দুর্নীতিগ্রস্তরা ৷
৭. কোনও প্রকল্প রূপায়ণে দেরি হতে দিইনি ৷ সব রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছি ৷ সব মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেছি ৷
৮. কর্মসংস্থান নিয়ে বিরোধীদের দাবি ভিত্তিহীন ৷ চাকরি কমলে আর্থিক বৃদ্ধি বাড়ল কীভাবে ৷ বর্তমানে প্রচুর যুবক স্বরোজগারে যুক্ত ৷ মুদ্রা যোজনায় ঋণ নিয়ে ব্যবসা করছেন অনেকে ৷
advertisement
৯.  দেশে সব ক্ষেত্রে রোজগারের সুযোগ বেড়েছে ৷ গত দেড় বছরে প্রায় ১ কোটি চাকরি সংস্থান হয়েছে ৷
১০.  পশ্চিমবঙ্গ ও কর্নাটক সরকারের কর্মসংস্থানের খতিয়ান তুলে ধরে মোদি বলেন  দুই রাজ্যের খতিয়ানে কর্মসংস্থান নাকি বেড়েছে ৷ তা হলে দেশে কর্মসংস্থান কমবে কী করে ? বাংলা, কর্নাটক কি ভারতের বাইরে ?
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Rising India Summit 2019-র মঞ্চে এসে যা বললেন মোদি, থাকল বাছাই করা সেরা ১০টি মন্তব্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement