আতঙ্কের ২৬/১১, এখনও দগদগে মুম্বইয়ের ক্ষত

Last Updated:
 #মুম্বই: কেটে গিয়েছে ন’বছর ৷ নতুন রঙের পোচে বারুদের গন্ধ তাজ হোটেলের দেওয়াল থেকে উধাও হলেও, এখনও যেন সেই সকালটার কথা ভুলতে পারেনি সাদা বাড়িটি ৷ সেই কালো দিন আজও যেন স্পষ্ট ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস, লিয়োপোল্ড ক্যাফে, নরিম্যান হাউজের আনাচ-কানাচে ৷ গোটা ঘটনার কথা মনে করে স্তব্দ হয়ে যায়, গোটা মুম্বই ৷ ম্যারিনড্রাইভের পাশে যতই ছলকে উঠুক আরব সাগর, ২৬/১১- আতঙ্কে আজও ভয়ে, ঘেন্নায়, ক্ষোভে চোখ ছল ছল করে উঠতে বাধ্য ৷
আগুন জ্বলছে গোটা মুম্বই জুড়ে ৷ আতর্নাদ, হাহাকার, চিৎকার ৷ মু্ম্বইয়ের আকাশে উড়ছে সেনাবাহিনীর হ্যালিকপ্টার ৷ রাজপথে জঙ্গি দমনে তটস্থ ভারতীয় সেনা, পুলিশ৷ তৎপর গোটা ভারতের নিরাপত্তা ব্যবস্থা৷ তাজ হোটেলের রুমের জানলা দিয়ে তখনও জঙ্গিরা সংঘর্ষ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে ৷ ২৬/১১ ভোর দেখার আগে ততক্ষণে সন্ত্রাসবাদীদের বোমা বিস্ফোরণে ১৬৪ জন মানুষ নিহত, আহতের সংখ্যা ৩০৮ ৷ তিনদিন ধরে সংঘর্ষে অবিচল সেনাবাহিনী ও জঙ্গিদল৷ বারুদের ধোঁয়ায় অন্ধকারে ছেয়ে গিয়েছে মুম্বইয়া আকাশ৷ তাহলে কি সব শেষ? গোটা বিশ্বের চোখ ভারতের দিকে৷
advertisement
২৬/১১-এর সন্ত্রাসের ছক কষে ছিল লস্কর-ই-তহিবা ও ইসলামিক মিলিট্যান্ট ৷ চারদিন ধরে মুম্বইয়ে চলেছিল হামলা ৷ কড়া টক্করে ধরাও পরে মূল চক্রী কাসব৷ ফাঁসিও হয় তার ৷ কিন্তু তা বলে কি সন্ত্রাসে ইতি হয়নি ৷
advertisement
সম্প্রতি মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের মুক্তিতে আরও দগদগে হয়ে উঠেছে নয় বছরের পুরনো ক্ষত ৷ লস্কর এ তইবার প্রধানকে বৃহস্পতিবারই মুক্তি দিয়েছে ইসলামাবাদ । মুম্বই হামলায় হাফিজের ভূমিকা নিয়ে পাকিস্তানের হাতে একাধিক তথ্যপ্রমাণ তুলে দিয়েছে ভারত। কিন্তু, তাতে তেমন কোনও পদক্ষেপ করেনি ইসলামাবাদ। উল্টে ২৬/১১ দুঃস্বপ্নের ঠিক দু’দিন আগে, ২৪ নভেম্বরের রাতেই মুক্তি পেলেন লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ ।
advertisement
হাল ছাড়তে নারাজ ভারতও ৷ হাফিজের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির জন্য এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের দাবি উঠেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
আতঙ্কের ২৬/১১, এখনও দগদগে মুম্বইয়ের ক্ষত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement