২৬/১১ হামলার নেপথ্যে পাক জঙ্গি সংগঠন, স্কীকার করলেন প্রাক্তন পাক NSA দুরানি

Last Updated:

২৬/১১ মুম্বই হামলা পাক মদতেই হয়েছিল ৷ সোমবার এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রাক্তন পাক নিরাপত্তা উপদেষ্টার ৷

#নয়াদিল্লি: ২৬/১১ হামলার ছক কষা হয়েছিল পাকিস্তানে। ২০০৮ এর ২৬ নভেম্বর পাকিস্তানের জঙ্গি সংগঠনই হামলা চালায় ভারতে। ভারতে দাঁড়িয়েই ২৬/১১ হামলা পাক যোগের বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টার। দীর্ঘদিন ৯ বছর ধরে হামলায় পাক জঙ্গি সংগঠনের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে পাকিস্তান। অবশেষে সত্যিটা সামনে আনলেন হামলার সময় পাকি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে থাকা মেহমুদ আলি দুরানি।
একবার সত্যি কথাটা মুখ ফসকে বলে ফেলেছিলেন। বিনিময়ে চাকরি খোয়াতে হয়। ২৬/১১ হামলার পিছনে সত্যিটা আরও একবার সামনে আনলেন প্রাক্তন পাক নিরাপত্তা উপদেষ্টা মেহবুব আলি দুরানি। জানালেন, এর পরিকল্পনা থেকে যাবতীয় প্রস্তুতি - পুরোটাই হয়েছিল পাকিস্তানে। হাফিজ সঈদের চক্রান্তে এই হামলায় মদত ছিল হিজবুলের মতো সংগঠনেরও।
সমুদ্র পেরিয়ে ভারতে কম্যান্ডো কায়দায় হামলা চালাতে হবে। এই ভাবনা থেকেই শেষে ২৬/১১। পাক সন্ত্রাসবাদীরা নাকি সরকারের নাকের তলায় যাবতীয় কাজ সেরেছিল। আইএসআই বা পাক প্রশাসন কিছুই টের পায়নি বলেও দাবি দুরানির।
advertisement
advertisement
হাফিজ সঈদ বা লস্করের মতো সংগঠন পাকিস্তানে জমি হারিয়েছে। এমনকি পাক প্রশাসনও তাদের ওপর চাপ বাড়াচ্ছে বলে দাবি প্রাক্তন পাক নিরাপত্তা উপদেষ্টার।
২০০৮ এর ২৬ নভেম্বর হামলার সময় পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন দুরানি। হামলার পর ভারতে নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ের কাজে দায়িত্ব বর্তায় তাঁর ওপর। তখনই হামলায় লস্কর যোগের প্রমাণ পান দুরানি। ২০০৯ সালে সেই কথা ঘোষণা করার সময় চাকরি যায় দুরানির। নতুন করে ২৬/১১ হামলায় পাক যোগের তত্ত্ব উসকে দিলেন দুরানি। ভারতের হাতে তুলে দিলেন নতুন অস্ত্র।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২৬/১১ হামলার নেপথ্যে পাক জঙ্গি সংগঠন, স্কীকার করলেন প্রাক্তন পাক NSA দুরানি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement