ফেসবুক LIVE করে ১৯ তলা থেকে ঝাঁপ !
Last Updated:
হোটেলর ১৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কলেজ ছাত্র ৷ ২৪ বছরের অর্জুন ভরদ্বাজবান্দ্রা ওয়েস্টের পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডের ১৯তলায় ঘর বুক করেন ৷
#মুম্বই: হোটেলর ১৯ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কলেজ ছাত্র ৷ ২৪ বছরের অর্জুন ভরদ্বাজবান্দ্রা ওয়েস্টের পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডের ১৯তলায় ঘর বুক করেন ৷ বেঙ্গালুরুর বাসিন্দা অর্জুন ভিলে পার্লের একটি কটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিল ৷ ঘটনার দিন প্রথমে তিনি একটি ফেসবুক লাইব করেন ৷ সেখানে তিনি জানান ঠিক কীভাবে আত্মহত্যা করা উচিৎ ৷ এবং তার পর বহুতল থেকে ঝাঁপ দেয় ৷
পুলিশ আধিকারিক জানিয়েছে সোমবার ভোরবেলা পাঁচতারা হোটেলে রুম বুক করেন অর্জুন ৷ এরপর সন্ধে ৬:৩০ নাগাদ জানলার কাঁচ ভেঁঙে সেখান থেকে ঝাঁপ দেয় ৷ ফেসবুক ভিডিওতে আত্মহত্যার করার উপায় নিয়ে বিস্তারিত কথা বলেন ৷ এরপর বন্ধুধের গুডবাই বলে ঘর থেকে ঝাঁপ দেয় ৷
হোটেলের রুম থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ ৷ তাতে লেখা ছিল, ‘আমি একজন ড্রাঘ অ্যাডিক্ট ৷ আমি আর বাঁচতে চায় না তাই আত্মহত্যা করছি ৷ এই সিদ্ধান্তের জন্য কেউ দায়ী নয়। ’
advertisement
advertisement
হোটেল কর্মীরা জানান হঠাৎ প্রচান্ত জোরে একটি আওয়াজ হতে তারা সেখানে ছুটে যায় ৷ গিয়ে দেখে রক্তাত্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছে অর্জুন ৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছে ৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে ৷
সবরকম নথি ও পরিচয়পত্র হোটেলে জমা দেওয়ায় তার পরিবারকে খোঁজ দিতে সুবিধা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2017 11:12 AM IST