Home /News /national /
২,৭৫০জন নীরব দর্শক হয়ে দেখলেন ফেসবুক লাইভে আত্মহত্যার ভিডিও

২,৭৫০জন নীরব দর্শক হয়ে দেখলেন ফেসবুক লাইভে আত্মহত্যার ভিডিও

Representational Image

Representational Image

একবার দু’বার নয় ৷ পাঁচবার চেষ্টা করেও ভারতীয় সেনাবাহিনীর প্রবেশিকা পরীক্ষায় সফল হতে পারেননি ৷ তাই মানসিক অবসাদে আত্মঘাতী হলেন ২৪ বছরের তরুণ মুন্না কুমার ৷

 • Share this:

  #আগ্রা: একবার দু’বার নয় ৷ পাঁচবার চেষ্টা করেও ভারতীয় সেনাবাহিনীর প্রবেশিকা পরীক্ষায় সফল হতে পারেননি ৷ তাই মানসিক অবসাদে আত্মঘাতী হলেন ২৪ বছরের তরুণ মুন্না কুমার ৷ ফেসবুকে লাইভ স্ট্রিম করে আত্মহত্যা করেন তিনি ৷

  শান্তি নগর এলাকার বাসিন্দা মুন্না ৷ সদ্য স্নাতক পরীক্ষা পাশ করেন তিনি ৷ এরপরই বেশ কয়েকবার ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরীক্ষায় বসেন মুন্না ৷ কিন্তু কিছুতেই পাশ করতে পারছিলেন না ৷ যার জেরে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ অবশেষে, কোনও উপায় না পেয়ে ফেসবুকে ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ফেসবুক লাইভ করেন মুন্না ৷ সেখানেই মানসিক অবসাদ হওয়ার কথা জানান মুন্না ৷ আর তারপরই আত্মহত্যা করেন ফেসবুক লাইভেই ৷ ঘটনা হল, ২,৭৫০জন সেই ফেসবুক লাইভটি দেখছিলেন সেই মুহূর্তে ৷ কিন্তু তা স্বত্ত্বেও কেউ সেই আত্মহত্যার ঘটনাটি নিয়ে উচ্চবাচ্য করেননি ৷ এমনকী, তার পরিবারকে কেউ সতর্ক করার বিন্দুমাত্র চেষ্টাও করেননি ৷

  শুধু ফেসবুক লাইভ করে আত্মহত্যা করাই নয় ৷ একইসঙ্গে ছ’পাতার একটি সুইসাইড নোটও লেখেন তিনি ৷ সেই সুইসাইড নোটেই ভারতীয় সেনাবাহিনীতে বারবার অনুত্তীর্ণ হওয়ার জন্য নিজেকেই দায়ী করেছেন মুন্না ৷ মুন্নার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

  জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুন্নার ভাই বিকাস জানিয়েছেন, মুন্না ভগত সিংয়ের অনুপ্রেরণায় অনুপ্রেরিত ৷ ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল ভারতীয় সেনায় যোগ দেওয়ার ৷ কিন্তু বারবার প্রবেশিকা পরীক্ষায় বসেও সফল হতে পারছিলেন না মুন্না ৷ যার জেরে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন মুন্না ৷

  First published:

  Tags: Agra, Facebook live, Indian Army

  পরবর্তী খবর