মধ্যপ্রদেশে সরকার ফেলে ২২ কংগ্রেস বিধায়ক বিজেপি-তে যোগ দিলেন
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এ দিন বিজেপি-র জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে ২২ জন তুলে নেন বিজেপির পতাকা৷ সূত্রের খবর, উপনির্বাচনে এই ২২ জনকেই প্রার্থী করবে বিজেপি৷
#ভোপাল: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে দিন কংগ্রেস ত্যাগ করে বিজেপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তার আগের দিনই কমলনাথ মন্ত্রিসভায় পদত্যাগ করেন ২২ কংগ্রেস বিধায়ক৷ তারপর থেকে তাঁরা বেঙ্গালুরুর একটি বিলাসবহুল রিসর্টে ছিলেন দল বেঁধে৷ কংগ্রেস চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি৷ সেই ২২ বিদ্রোহী কংগ্রেস নেতারা আজ অর্থাত্ শনিবার যোগ দিলেন বিজেপি-তে৷
भाजपा नेता शिवराज सिंह चौहान: आज राज्यपाल से हमने प्रार्थना की है कि ऐसी स्थिति में वो हस्तक्षेप करें और विधानसभा अध्यक्ष को इस तरह के गलत निर्णय जिनको लेने का अधिकार उनको नहीं है, उनको रोकें। #MadhyaPradeshCrisis https://t.co/G8AQtULuG5
— ANI_HindiNews (@AHindinews) March 21, 2020
advertisement
advertisement
এ দিন বিজেপি-র জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে ২২ জন তুলে নেন বিজেপির পতাকা৷ সূত্রের খবর, উপনির্বাচনে এই ২২ জনকেই প্রার্থী করবে বিজেপি৷ এই ২২ জন বিধায়ক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবিরের ঘনিষ্ঠ৷ সিন্ধিয়া জানিয়েছেন, ২২ জনই বিজেপির টিকিটে ফের বিধানসভায় প্রার্থী হবেন৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তাঁদের আশ্বস্ত করেছেন, সম্মান বজায় থাকবে৷
advertisement
গত বৃহস্পতিবার এই ২২ জনের মধ্যে ১৬ জনের ইস্তফাপত্র গ্রহণ করেন বিধানসভার স্পিকার৷ মধ্যপ্রদেশে সরকার গড়ার দাবি জানাতে পারে বিজেপি৷ কংগ্রেস সরকার পড়ে যাওয়ায় খুব শীঘ্রই নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2020 9:49 PM IST