মহরমের শোভাযাত্রায় ইসলামাবাদে মৃত ২২
Last Updated:
মহরমে জঙ্গি হামলার ঘটনা ঘটল পাকিস্তানেও ৷ রাজধানী ইসলামাবাদে মহরমের শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় মৃত্যু হল ২২ জনের ৷ আহতের সংখ্যা ৪০ ৷
#ইসলামাবাদ: মহরমে জঙ্গি হামলার ঘটনা ঘটল পাকিস্তানেও ৷ রাজধানী ইসলামাবাদে মহরমের শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় মৃত্যু হল ২২ জনের ৷ আহতের সংখ্যা ৪০ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় শিয়া মুসলিমরা শুক্রবার দক্ষিণ ইসলামাবাদের জাকোবাবাদ শহরে একটি শোভাযাত্রার আয়োজন করে। ওই শোভাযাত্রায় সামিল হয় প্রায় ৩০০ জন মানুষ। যার মধ্যে মহিলা এবং শিশুর সংখ্যাও কম ছিল না। শোভাযাত্রা যখন জাকোবাবাদ শহরের লাশারি মহল্লায় পৌঁছয় তখনই আচমকা এই বোমা হামলা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান শিয়া সম্প্রদায়ের মানুষ।
বোমা হামলাকারীর ক্ষত বিক্ষত দেহ অবশ্য উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই ওই হামলাকারীর যে দেহাবশেষ পাওয়া গিয়েছে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ ৷ আহতরা সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2015 4:15 PM IST