ঔরাঙ্গাবাদ অস্ত্রকাণ্ডে সাজা ঘোষণা: আবু জুন্দাল-সহ ৬ ছজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Last Updated:

ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় আবু জুন্দাল সহ ছ’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ এদের মধ্যে দু’জনের ১৪ বছরের সাজা ঘোষণা করা হয়েছে ৷ বাকি তিনজনের আট বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

#মুম্বই: ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় আবু জুন্দাল সহ ছ’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ এদের মধ্যে দু’জনের ১৪ বছরের সাজা ঘোষণা করা হয়েছে ৷ বাকি তিনজনের আট বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।লস্কর-এ-তৈবার সদস্য আবু জুন্দাল ২৬/১১ মুম্বই হামলার সঙ্গেও জড়িত ছিলেন ৷
গত সপ্তাহে জুন্দাল-সহ ১২জনকে দোষী সাব্যস্ত করে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গ্যানাইজড ক্রাইম কোর্ট ৷ মঙ্গলবার ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় সাজা ঘোষণা করল আদালত ৷ সাজা প্রাপ্ত সাতজনের নাম আবু জুন্দাল, মহম্মদ আমির শাকিল আহমেদ, বিলাল আহমেদ আবদুল রাজ্জাক, জাফ্রুদ্দিন , আফ্রোজ খান, রহমান শেখ ও অসলাম কাশ্মীরি ৷
এই মালায় ধৃত মোট ২২ জনের মধ্যে ১০ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে আদালত ৷
advertisement
advertisement
২০০৬ সালে ৮ মে গোপন সূত্রে খবর পেয়ে চন্দওয়াড়-মানমাড় হাইওয়েতে একটি টাটা ইন্ডিকাকে ধাওয়া করে পুলিশ ৷ গাড়িতে ৩০ কেজি RDX, ১০টি AK-47 ও ৩,২০০ টি বুলেট পাওয়া গিয়েছিল ৷ ঘটনায় তিনজন জঙ্গিকে গ্রেফতার করে ATS ৷ টাটা ইন্ডিকা গাড়িটি সেই সময় আবু জুন্দাল চালাচ্ছিল ৷ সেই দিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালাতে সফল হলেও পরে তাকে গ্রেফতার করতে সফল হয়েছে পুলিশ ৷ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত সইদ জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দাল এই মুহূর্তে আর্থার রোড জেলে রয়েছেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ঔরাঙ্গাবাদ অস্ত্রকাণ্ডে সাজা ঘোষণা: আবু জুন্দাল-সহ ৬ ছজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement