জোড়া জঙ্গি হামলায় অশান্ত কাশ্মীর, পুলওয়ামায় শহিদ ২ পুলিশ কর্মী
Last Updated:
জোড়া জঙ্গি হামলায় অশান্ত কাশ্মীর, পুলওয়ামায় শহিদ ২ পুলিশ কর্মী
#শ্রীনগর: ফের সন্ত্রাসবাদীদের হামলার নিশানায় জম্মু-কাশ্মীর। একদিকে পুলওয়ামা জেলা ও অন্যদিকে অনন্তনাগ। মঙ্গলবার ভোরে পুলওয়ামা জেলা আদালতের পুলিশ পিকেট লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলিতে মৃত্যু হয় দুই পুলিশকর্মীর ও আহত হন আরও তিন জন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এদিন ভোরে পুলওয়ামার আদালত প্রাঙ্গণে ঢুকে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। আচমকা গুলিবর্ষণে লুটিয়ে পড়েন দুই কর্তব্যরত পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেন পুলিশকর্মীরাও। গুলির লড়াইয়ে আরও তিনজনের আহত হওয়ার খবর মিলেছে। এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সেনা।
আরও পড়ুন
advertisement
advertisement
অন্যদিকে, এদিনই ভোররাতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে কয়েকঘণ্টার ব্যবধানে পর পর গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গ্রেনেড হামলায় আহত ১০ জন সিআরপিএফ জওয়ান। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুরো এলাকা ঘিরে ফেলেছে সিআরপিএফ। আরও কোনও জঙ্গি সেখানে লুকিয়ে আছে কিনা তা খুঁজে দেখছে জওয়ানরা।
Two police personnel lost their lives, three received injuries in an exchange of fire after terrorists attacked a police guard post, deployed at court complex in #Pulwama, in the wee hours of this morning. The area has been cordoned off. Search operation underway #JammuAndKashmir pic.twitter.com/FIaJEoxMhM
— ANI (@ANI) June 11, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2018 10:33 AM IST