পরপর দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রীর কনভয়ের ১৯টি গাড়ি! মুখ্যমন্ত্রীকেও ঠকিয়ে দিল পেট্রল পাম্প! মধ্যপ্রদেশের ঘটনায় তোলপাড় দেশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
CM Mohan Yadav s Convoy Towed: মধ্যপ্রদেশের রতলামে 'রিজিওনাল ইন্ডাস্ট্রি, স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট কনক্লেভ' অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী ড.মোহন যাদবের কনভয়ের ১৯টি গাড়ি একে একে বন্ধ হয়ে যায়।
মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর কনভয়ে ঘটল আজব ঘটনা। প্রশ্নের মুখে খ্যমন্ত্রী ড.মোহন যাদবের নিরাপত্তাও। মধ্যপ্রদেশের রতলামে ‘রিজিওনাল ইন্ডাস্ট্রি, স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট কনক্লেভ’ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী ড.মোহন যাদবের কনভয়ের ১৯টি গাড়ি একে একে বন্ধ হয়ে যায়। তদন্তে জানা যায়, গাড়িগুলিতে যে ডিজেল ভরা হয়েছিল, তাতে জল মেশানো ছিল। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট পেট্রোল পাম্পটি সিল করে দেয়।
বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় ডোসিগাঁও এলাকার ভারত পেট্রোলিয়ামের ‘শক্তি ফুয়েলস’ নামক পাম্প থেকে গাড়িগুলি ডিজেল নেয়। এরপর কিছু দূর গিয়েই গাড়িগুলি একের পর এক বন্ধ হয়ে যায়। তদন্তে দেখা যায়, ২০ লিটার ডিজেলের মধ্যে প্রায় ১০ লিটারই ছিল জল। এমন পরিস্থিতি একাধিক গাড়ির ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এমনকি ওই একই সময়ে একটি ট্রাক ওই পাম্প থেকে তেল নিয়েছিল। লরিটিতে ২০০ লিটার ডিজেল ভরা হয়েছিল, তাও বন্ধ হয়ে যায়।
advertisement
খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ভারত পেট্রোলিয়ামের এরিয়া ম্যানেজার জানান, বৃষ্টির কারণে ট্যাঙ্কে জল ঢুকে থাকতে পারে। পাম্পটি শক্তি পতি এইচআর বুন্দেলার নামে রয়েছে। রাতেই পাম্পটি প্রশাসনিক কর্তারা সিল করে দেওয়া এবং কনক্লেভে কোনও বাধা না আসে, সে জন্য ইন্দোর থেকে নতুন গাড়ি পাঠানো হয়।
advertisement
VIDEO | Ratlam, Madhya Pradesh: As many as 19 vehicles of CM Mohan Yadav’s convoy had to be towed after water was reportedly filled instead of diesel in them. The petrol pump was later sealed over fuel contamination.#MPNews #MadhyaPradeshNews
(Full video available on PTI… pic.twitter.com/IQV9aE2Jfc
— Press Trust of India (@PTI_News) June 27, 2025
advertisement
স্থানীয় এক প্রশাসনিক কর্তা জানান, বৃষ্টির কারণে পেট্রল ট্যাঙ্কে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। পেট্রল পাম্পটি সিল করে দিয়েছে এবং বিষয়টির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। কনক্লেভে মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সহ একাধিক ভিআইপি অংশ নেবেন। এই ঘটনার পর জেলা প্রশাসন সম্পূর্ণ সতর্কতার সঙ্গে প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2025 1:25 PM IST