নৃশংস! একদিনের মধ্যে দু’বার গণধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা

Last Updated:

মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডের স্মৃতি এখনও অতীত হয়নি ৷ ফের গণধর্ষণের শিকার হল ১৪ বছরের নাবালিকা ৷ ঘটনাস্থল মধ্যপ্রদেশের চিন্দওয়ারা ৷

#ভোপাল: মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডের স্মৃতি এখনও অতীত হয়নি ৷ ফের গণধর্ষণের শিকার হল ১৪ বছরের নাবালিকা ৷ ঘটনাস্থল মধ্যপ্রদেশের চিন্দওয়ারা ৷ ২৪ ঘণ্টার মধ্যেই দু’বার গণধর্ষণের শিকার হয়েছে নাবালিকা ৷ এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
মঙ্গলবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ ৷ স্থানীয় একটি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই নাবালিকা ৷ ধর্ষিত নাবালিকা পুলিশকে জানিয়েছে, মোহিত নামে এক ব্যক্তি গত ৬ জুলাই বাইকে করে তাকে রাহুল ভাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায় ৷ সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করে ওই দুই ব্যক্তি ৷ এরপর কোনওরকমে ওই বাড়ি থেকে পালিয়ে আসে ওই নাবালিকা ৷ কিন্তু বাড়ি ফেরার সময় আরও তিন যুবক তার পথ আটকায় ৷ এরপর ওই নাবালিকাকে বান্টি নামে এক ব্যক্তির বাড়িতে জোর করে নিয়ে আসে অভিযুক্তরা ৷ সেখানে বান্টি ছাড়াও আরও দুজন যুবক মিলে তাকে আবারও ধর্ষণ করে ৷
advertisement
advertisement
নাবালিকার বয়ানের ভিত্তিতেই পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডের পর ফের চিন্দওয়ারার গণধর্ষণের ঘটনা মধ্যপ্রদেশের আইনশৃঙ্খলাকে নিয়ে প্রশ্ন উঠছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নৃশংস! একদিনের মধ্যে দু’বার গণধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement