নৃশংস! একদিনের মধ্যে দু’বার গণধর্ষণের শিকার ১৪ বছরের নাবালিকা
Last Updated:
মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডের স্মৃতি এখনও অতীত হয়নি ৷ ফের গণধর্ষণের শিকার হল ১৪ বছরের নাবালিকা ৷ ঘটনাস্থল মধ্যপ্রদেশের চিন্দওয়ারা ৷
#ভোপাল: মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডের স্মৃতি এখনও অতীত হয়নি ৷ ফের গণধর্ষণের শিকার হল ১৪ বছরের নাবালিকা ৷ ঘটনাস্থল মধ্যপ্রদেশের চিন্দওয়ারা ৷ ২৪ ঘণ্টার মধ্যেই দু’বার গণধর্ষণের শিকার হয়েছে নাবালিকা ৷ এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
মঙ্গলবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ ৷ স্থানীয় একটি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই নাবালিকা ৷ ধর্ষিত নাবালিকা পুলিশকে জানিয়েছে, মোহিত নামে এক ব্যক্তি গত ৬ জুলাই বাইকে করে তাকে রাহুল ভাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায় ৷ সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করে ওই দুই ব্যক্তি ৷ এরপর কোনওরকমে ওই বাড়ি থেকে পালিয়ে আসে ওই নাবালিকা ৷ কিন্তু বাড়ি ফেরার সময় আরও তিন যুবক তার পথ আটকায় ৷ এরপর ওই নাবালিকাকে বান্টি নামে এক ব্যক্তির বাড়িতে জোর করে নিয়ে আসে অভিযুক্তরা ৷ সেখানে বান্টি ছাড়াও আরও দুজন যুবক মিলে তাকে আবারও ধর্ষণ করে ৷
advertisement
advertisement
নাবালিকার বয়ানের ভিত্তিতেই পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডের পর ফের চিন্দওয়ারার গণধর্ষণের ঘটনা মধ্যপ্রদেশের আইনশৃঙ্খলাকে নিয়ে প্রশ্ন উঠছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2018 2:44 PM IST