নীতিশ কুমারের সঙ্গে জোট অটুট রাখতেই কি বিহার সফরে অমিত শাহ ?

Last Updated:

ফের বিহার সফরে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ এবারের লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনেই আসন নিয়ে বিজেপির উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে জেডি(ইউ) ৷

#পটনা: ফের বিহার সফরে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ এবারের লক্ষ্য ২০১৯ লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনেই আসন নিয়ে বিজেপির উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে জেডি(ইউ) ৷ সেই আসন নিয়েই জেডি(ইউ)-র সঙ্গে সমঝোতা করতে ১২ জুলাই বিহার যাচ্ছেন অমিত ৷
রাজ্য বিজেপি দফতরের তরফে অমিত শাহের বিহার সফর নিয়ে একটি বিজ্ঞপ্তিও পেশ করা হয়েছে ৷ সেই বিজ্ঞপ্তিতেই অমিতের বিহার সফরসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে ৷ আগামিকাল সকাল ১০টায় পটনা বিমানবন্দরে নামবেন অমিত ৷ এরপর নীতিশ কুমারের সঙ্গে স্টেট গেস্ট হাউসে প্রাত:রাশ সারবেন তিনি ৷ সেখানে জেডি(ইউ) দলের অন্যান্য নেতারাও উপস্থিত থাকবেন ৷ সেখানেই আসন সমঝোতা নিয়ে আদৌ কি কোনও সমাধান সূত্র বেরোবে ? সেই নিয়েই আপাতত জল্পনা তুঙ্গে ৷
advertisement
আসন্ন লোকসভা নির্বাচনে জেডি(ইউ) অন্ততপক্ষে ১৫টি আসন চাইছে ৷ কিন্তু গতবার মাত্র ২টি আসনে জিতেছিল নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডি(ইউ) ৷ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জিতেছিল ৩১টি আসনে ৷ এদের মধ্যে বিজেপির পুরোনো শরিক অর্থাৎ বিজেপি, এলজিপি এবং আরএলএসপি জিতেছিল যথাক্রমে ২২,৬ এবং ৩টি আসনে ৷ সেক্ষেত্রে সমস্ত শরিক দলগুলি যদি নিজেদের জেতা আসনেই লড়ে ৷ তাহলে জেডি(ইউ) ৯টির বেশি আসন পাবে না ৷ এই আসন সমঝোতা নিয়েই বিজেপির উপরে ক্রমশ স্নায়ুর চাপ বাড়াচ্ছে জেডি(ইউ) ৷ পাশাপাশি রয়েছে শরিক উপেন্দ্র কুশওয়াহাও ৷ একদিকে, আসন নিয়ে চাপ বাড়াচ্ছে এই শরিক দল ৷ এদিকে, শরিকদের আসন বেশি সংখ্যায় দিতে গেলে নিজেদের জেতা আসন ছেড়ে দিতে হবে বিজেপিকে ৷
advertisement
advertisement
ঘটনা হল, লোকসভা নির্বাচনে ক্ষমতা নিজেদের দখলে রাখতে এনডিএ জোট অটুট রাখতে বদ্ধপরিকর বিজেপি ৷ অন্যদিকে, বিজেপির উপর চাপ বাড়াচ্ছে নীতিশ কুমার ৷ এহেন অবস্থায় আগামী বৃহস্পতিবার অমিত শাহের বিহার সফর যে, যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য ৷
অন্যদিকে, শুধুমাত্র জেডি(ইউ) নেতাদের সঙ্গেই নয় ৷ বিহারে বিজেপি কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন অমিত শাহ ৷ দলের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার উপর আরও জোর দেওয়ার বিষয়টি নিয়েই আলোচনা করা হবে বলে দলীয় সূত্রে খবর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নীতিশ কুমারের সঙ্গে জোট অটুট রাখতেই কি বিহার সফরে অমিত শাহ ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement