রাজস্থানে ভারী বৃষ্টিতে মৃত ১৪, উদ্ধারকাজে নামাল সেনা ও NDRF

Last Updated:

প্রচণ্ড বৃষ্টির জেরে জলমগ্ন রাজস্থানের বিস্তীর্ণ এলাকা ৷ টানা বৃষ্টিতে নাকানি চোবানি খেয়ে ঘড়ছাড়া হাজার হাজার মানুষ ৷

#জয়পুর: প্রচণ্ড বৃষ্টির জেরে জলমগ্ন রাজস্থানের বিস্তীর্ণ এলাকা ৷ টানা বৃষ্টিতে নাকানি চোবানি খেয়ে ঘড়ছাড়া হাজার হাজার মানুষ ৷ মৃত্যু হয়েছে ছ’জন শিশু-সহ ১৪ জনের ৷ রাজস্থানের ছটি জেলায় ভারী বর্ষণের জেরে ব্যহত জনজীবন ৷
বিভিন্ন এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ উদ্ধারকাজের জন্য চিতোরগড়, বিলওয়াড়া ও পালি জেলায় সেনা মোতায়ন করা হয়েছে ৷ উদয়পুর, কোটা, অজমেঢ় ও যোধপুরে বন্যা পরিস্থিত মোকাবিলার জন্য নামানো হয়েছে NDRF ৷
এখনও পর্যন্ত চিতোরগড় ও বিলওয়াড়া জেলা থেকে প্রায় ৬০০জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে সেনা ৷
advertisement
প্রবল বৃষ্টির জেরে ব্যাহত বারমেঢ় থেকে পালির ট্রেন পরিষেবা ৷
advertisement
আগামী ২৪ ঘণ্টায়  ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷
সূত্রের খবর, বারমেঢ় জেলায় ৮ থেকে ১২ বছরের কয়েকজন শিশু গরু চরাতে গিয়েছিল ৷ সেখানে বৃষ্টির জলভর্তি গর্তে দেখতে না পেয়ে সেটিতে পড়ে গিয়ে মৃত্যু হয় ছ’জন শিশুর ৷ অন্যদিকে, পালি জেলায় বন্যার জলে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে বছর ২৫-র যুবকের।
advertisement
নদীতে জল বাড়ায় বিপদ সংকেত জারি হয়েছে। চরম সতর্কতা জারি হয়েছে  ৷ জেলাশাসক জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থানে ভারী বৃষ্টিতে মৃত ১৪, উদ্ধারকাজে নামাল সেনা ও NDRF
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement