#জয়পুর: প্রচণ্ড বৃষ্টির জেরে জলমগ্ন রাজস্থানের বিস্তীর্ণ এলাকা ৷ টানা বৃষ্টিতে নাকানি চোবানি খেয়ে ঘড়ছাড়া হাজার হাজার মানুষ ৷ মৃত্যু হয়েছে ছ’জন শিশু-সহ ১৪ জনের ৷ রাজস্থানের ছটি জেলায় ভারী বর্ষণের জেরে ব্যহত জনজীবন ৷বিভিন্ন এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ উদ্ধারকাজের জন্য চিতোরগড়, বিলওয়াড়া ও পালি জেলায় সেনা মোতায়ন করা হয়েছে ৷ উদয়পুর, কোটা, অজমেঢ় ও যোধপুরে বন্যা পরিস্থিত মোকাবিলার জন্য নামানো হয়েছে NDRF ৷এখনও পর্যন্ত চিতোরগড় ও বিলওয়াড়া জেলা থেকে প্রায় ৬০০জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে সেনা ৷