রোডের ধারে পড়ে কিশোরের আধপোড়া দেহ...টিউশন পড়তে গিয়েছিল, কী হয়েছিল এমন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
১৩ বছরের এক কিশোরকে অপহরণ করে তার দেহ পরিত্যক্ত এলাকায় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বেঙ্গালুরুর কাগালিপুরম রোড এলাকায় ওই কিশোরের দেহ পাওয়া গিয়েছে।
বেঙ্গালুরু: সামনে এল বেঙ্গালুরুর এক হাড়হিম করা ঘটনা, ১৩ বছরের এক কিশোরকে অপহরণ করে তার দেহ পরিত্যক্ত এলাকায় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বেঙ্গালুরুর কাগালিপুরম রোড এলাকায় ওই কিশোরের দেহ পাওয়া গিয়েছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, ক্লাস এইটের ছাত্র খ্রাইস্ট স্কুলে পড়ত। গত বুধবার থেকে সে নিখোঁজ হয়ে যায়। এরপরেই মুক্তিপণ চেয়ে ফোন পান ওই কিশোরের বাবা-মা। পুলিশে অভিযোগও জানানো হয়। নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে হুলিমাভু পুলিশ স্টেশনের তদন্তকারী আধিকারিকরা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, বুধবার বেলা ৩টের সময় টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। সন্ধ্যা সাড়ে সাতটার পরেও বাড়ি না আসায় টিউশন ক্লাসে ফোন করেন ওই কিশোরের অভিভাবকরা। তখন তাঁরা জানতে পারেন সেখানে যায় নি ওই কিশোর।
এরপরেই কিশোরের বাবা জেসি অচিতের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আরেকেরে ফ্যামিলি পার্কের কাছে কিশোরের বাইসাইকেল উদ্ধার হয়। এই ঘটনার কিছু পরেই কিশোরের দগ্ধ দেহ উদ্ধার হয় কাগালিপুরম রোডের একটি পরিত্যক্ত এলাকা থেকে।
advertisement
একই ধরনের অপহরণের ঘটনা ঘটে ঝাড়খণ্ডের রাঁচিতেও। ১১ বছরের এক বালিকাকে স্কুলে যাওয়ার পথে তাঁকে অপহরণ করা হয়। গত বুধবারেই তাঁকে একইভাবে অপহরণ করা হয়। এই প্রসঙ্গে রাঁচি শহরের ডিএসপি কুমার ভি কুমার বলেন, “একজন নাবালিকাকে চুটিয়া পুলিশ স্টেশনের সামনে থেকে অপহরণ করা হয়েছে।”
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যুতে বড় প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট!রোহিঙ্গারা শরণার্থী না অবৈধ প্রবেশকারী?
advertisement
মাত্র ১২ ঘন্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার করেন তদন্তকারীরা। পাশের জেলা রামগড় থেকে উদ্ধার করা হয় তাঁকে। এই প্রসঙ্গে এক তদন্তকারী বলেন, “নির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই সকাল পৌনে ন’টা নাগাদ রামগড়ের মোট ৯০টি এলাকায় নাকা তল্লাশি চালানো হয়। এরপরেই অপরাধীরা ধরা পড়েন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 9:26 AM IST