রোডের ধারে পড়ে কিশোরের আধপোড়া দেহ...টিউশন পড়তে গিয়েছিল, কী হয়েছিল এমন?

Last Updated:

১৩ বছরের এক কিশোরকে অপহরণ করে তার দেহ পরিত্যক্ত এলাকায় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বেঙ্গালুরুর কাগালিপুরম রোড এলাকায় ওই কিশোরের দেহ পাওয়া গিয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বেঙ্গালুরু:  সামনে এল বেঙ্গালুরুর এক হাড়হিম করা ঘটনা, ১৩ বছরের এক কিশোরকে অপহরণ করে তার দেহ পরিত্যক্ত এলাকায় জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বেঙ্গালুরুর কাগালিপুরম রোড এলাকায় ওই কিশোরের দেহ পাওয়া গিয়েছে।
সংবাদসংস্থা সূত্রে খবর, ক্লাস এইটের ছাত্র খ্রাইস্ট স্কুলে পড়ত। গত বুধবার থেকে সে নিখোঁজ হয়ে যায়। এরপরেই মুক্তিপণ চেয়ে ফোন পান ওই কিশোরের বাবা-মা। পুলিশে অভিযোগও জানানো হয়। নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে হুলিমাভু পুলিশ স্টেশনের তদন্তকারী আধিকারিকরা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, বুধবার বেলা ৩টের সময় টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। সন্ধ্যা সাড়ে সাতটার পরেও বাড়ি না আসায় টিউশন ক্লাসে ফোন করেন ওই কিশোরের অভিভাবকরা। তখন তাঁরা জানতে পারেন সেখানে যায় নি ওই কিশোর।
এরপরেই কিশোরের বাবা জেসি অচিতের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আরেকেরে ফ্যামিলি পার্কের কাছে কিশোরের বাইসাইকেল উদ্ধার হয়। এই ঘটনার কিছু পরেই কিশোরের দগ্ধ দেহ উদ্ধার হয় কাগালিপুরম রোডের একটি পরিত্যক্ত এলাকা থেকে।
advertisement
একই ধরনের অপহরণের ঘটনা ঘটে ঝাড়খণ্ডের রাঁচিতেও। ১১ বছরের এক বালিকাকে স্কুলে যাওয়ার পথে তাঁকে অপহরণ করা হয়। গত বুধবারেই তাঁকে একইভাবে অপহরণ করা হয়। এই প্রসঙ্গে রাঁচি শহরের ডিএসপি কুমার ভি কুমার বলেন, “একজন নাবালিকাকে চুটিয়া পুলিশ স্টেশনের সামনে থেকে অপহরণ করা হয়েছে।”
advertisement
মাত্র ১২ ঘন্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার করেন তদন্তকারীরা। পাশের জেলা রামগড় থেকে উদ্ধার করা হয় তাঁকে। এই প্রসঙ্গে এক তদন্তকারী বলেন, “নির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই সকাল পৌনে ন’টা নাগাদ রামগড়ের মোট ৯০টি এলাকায় নাকা তল্লাশি চালানো হয়। এরপরেই অপরাধীরা ধরা পড়েন।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রোডের ধারে পড়ে কিশোরের আধপোড়া দেহ...টিউশন পড়তে গিয়েছিল, কী হয়েছিল এমন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement