২০১৮-তে পথ দুর্ঘটনায় মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১৩ হাজারেরও বেশি

Last Updated:
#মুম্বই: প্রকাশ্যে এল ভয়াবহ রিপোর্ট ৷ ২০১৮-তে মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার জনের ৷ পথচারী কিংবা গাড়ির চালকের ভুলেই ৮০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ৷ এমনটাই জানিয়েছেন রাজ্য পরিবহণ মন্ত্রী দিবাকর রাওতে ৷
মহারাষ্ট্রে শুরু হতে চলেছে পথ নিরাপত্তা সপ্তাহের বিশেষ অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানের উদ্বোধনে এসে দিবাকর বলেন, ‘২০১৮-তে ১৩,০৫৯ জন পথ দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ৷ ২০১৭ সালে সেই সংখ্যাটা ছিল ১২,৫১১ এবং ২০১৬-তে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছিল ১২,৯৩৫ জনের ৷’
রাওতে আরও জানিয়েছেন, পথ দুর্ঘটনার জেরে ২০১৮-তে মৃত্যু হয়েছে ১৩,০৫৯ জনের ৷ এদের মধ্যে ৮০ শতাংশ অর্থাৎ ১১,০০০ জনের মৃত্যু হয়েছে ব়্যাশ ড্রাইভিংয়ের জন্য ৷ পাশাপাশি মোট পথ দুর্ঘটনার মধ্যে ৬৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে দু’চাকার যানের ক্ষেত্রে ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ২০১৭ সালে ৪১হাজারটি ব়্যাশ ড্রাইভিংয়ের ঘটনা নথিভুক্ত হয়েছে ৷ ২০১৮ সালে যেটি বেড়ে দাঁড়িয়েছে ৭.৭০ লক্ষ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৮-তে পথ দুর্ঘটনায় মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১৩ হাজারেরও বেশি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement