MP Boy Kills Child: গাছ উপড়ে ফেলার শাস্তি মৃত্যুদণ্ড! শিশুর প্রাণ নিল নাবালক, সাক্ষী মধ্যপ্রদেশ

Last Updated:

MP Boy Kills Child: অভিযুক্তের দাবি সে তার খেতকে রক্ষা করেছে৷ প্রতিদিনের মতোই খেতের তদারকি করতে আসে ওই নাবালক। তখনই একটি শিশুকে ছোলার গাছ উপড়ে ফেলতে দেখে৷ রেগে গিয়ে মারধর করতে শুরু করে ৷

The 12-year-old boy started thrashing the victim and later left him at the field, presuming that he was unconscious, an official said. (Image for representation: PTI/File)
The 12-year-old boy started thrashing the victim and later left him at the field, presuming that he was unconscious, an official said. (Image for representation: PTI/File)
#মধ্য়প্রদেশ:  অভিযোগ ভয়ঙ্কর৷ গাছ উপড়ে ফেলেছে একটি শিশু৷ তাই জুটল শাস্তি৷ সে শাস্তি আবার যেমন তেমন শাস্তি নয়৷ একেবারে মৃত্যুদণ্ড৷ আর শাস্তি যে দিল সেও এক নাবালক৷ নাবালকের হাতে খুন শিশু (MP Boy Kills Child)। এমনই হিংসাত্মক, গা শিউরে দেওয়া ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশ৷ সত্য়িই এই পৃথিবীর অদ্ভুত এক আঁধার।
পুলিশ সূত্রে খবর, শনিবার মধ্যপ্রদেশের বুরহানপুর (Burhanpur) জেলার একটি গ্রামে  এক শিশুকে খুন করে অপর এক নাবালক (MP Boy Kills Child)৷ একটি ১২ বছর বয়সী ছেলে (12-year-old boy) তার কৃষি জমি থেকে  ছোলা গাছ উপড়ে ফেলতে দেখে সাত বছর বয়সি এক শিশুকে (Child)। রাগ সামলাতে না পেরে শিশুটিকে খুন করে সে৷ ঘটনাটি ২৬ জানুয়ারির৷ তবে মৃত্যুর খবর পাওয়া গেছে কিছুদিন পরে।
advertisement
advertisement
খাকনার (Khaknar) থানার দায়িত্বপ্রাপ্ত কীর্তন প্রসাদ ধুরভে (Kirtan Prasad Dhurve) বলেন, “অভিযুক্তের দাবি, সে তার খেতকে রক্ষা করেছে৷  সন্ধ্যাবেলায় প্রতিদিনকার মতোই খেতের তদারকি করতে আসে ওই নাবালক (12-year-old boy)৷  তখনই দেখে একটি  শিশু তার ছোলা গাছ উপড়ে ফেলছে৷ রেগে  গিয়ে মারধর করতে শুরু করে ৷  অজ্ঞান হয়ে গেছে ভেবে পরে তাকে মাঠে ফেলে  রেখে আসে৷
advertisement
পুলিশের দাবি, “ওই নাবালক (12-year-old boy) আহত শিশুর চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে বাড়ি চলে যায়।  পরের দিন নিযমমতো খামারে ফিরে এসে শিশুটিকে ওই একই জায়গায় পড়ে থাকতে দেখে  তার পরিবারকে জানায। ময়নাতদন্তে জানা গিয়েছে শ্বাসরোধে শিশুটির মৃত্যু হয়েছে৷ তদন্ত চলছে৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
মধ্য়প্রদেশের এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল, প্রতিটি শিশুর বাসযোগ্য় হয়নি এই দেশ। নবজাতকের জন্য় সুন্দর, সুস্থ পৃথিবী গড়ে দিতে পারিনি আমরা। এক শিশু প্রাণ নিচ্ছে আরেক শিশুর- এই ঘটনা মানবসভ্য়তার লজ্জা। সভ্য়তার সঙ্কটের আরও এক নজির এল সামনে। কিশোর অপরাধের সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা অত্যন্ত জটিল ও কঠিন। মনস্তাত্ত্বিকরা বলছেন, হয়তো নাবালটি নিজেও কোনও অপরাধের শিকার, অথবা সে শুধুই অপরাধপ্রবণ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MP Boy Kills Child: গাছ উপড়ে ফেলার শাস্তি মৃত্যুদণ্ড! শিশুর প্রাণ নিল নাবালক, সাক্ষী মধ্যপ্রদেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement