'টিকিট দেখি', ১৫ দিন ধরে স্টেশনে ডিউটি জাল টিটিই-র! বড় কাণ্ড ফাঁস রেলের

Last Updated:

Fake TTE In New Delhi: সাদা জামা, কালো কোট পরে একেবারে যেন রেলের টিটিই! আসলে ওরা কে!

#নয়াদিল্লি: দেশের রাজধানী দিল্লিতে এমন কাণ্ড!
দেশের অন্যতম ব্যস্ত নয়াদিল্লি রেলওয়ে স্টেশন। আর সেখানেই কি না ১১ জন জাল টিটিই ডিউটি ​​করতে গিয়ে ধরা পড়ল। অভিযুক্তরা ১৫ দিন ধরে স্টেশনে কাজ করছিল। কেউ তাদের ব্যাপারে ঘুণাক্ষরেও জানতে পারেননি।
বিষয়টি জানাজানি হওয়ার পর রেলওয়ের কর্তারা নড়চড়ে বসেছেন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লির মতো স্টেশনে কীভাবে এমন ভুয়া কাজ হচ্ছে!
advertisement
advertisement
আরও পড়ুন- Punjab AAP Govt: লক্ষ্য ক্ষমতায়ন, পঞ্জাবে পঞ্চায়েত বৈঠকে আর ঢুকতে পারবেন না নির্বাচিত মহিলার স্বামী বা ছেলে!
একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় রেলের আধিকারিকরা সন্দেহ হওয়ার পরে ওই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরপিএফ এবং রেলের কর্মীরা প্রতারকদের রেল পুলিশের হাতে তুলে দিয়েছে।
একচি বহু প্রচারিত দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, অভিযুক্তদের প্ল্যাটফর্মে ডিউটি করার সময় পাকরাও করা হয়। টিকিট কালেক্টরের মতো সাদা শার্ট-কালো প্যান্ট পরে ডিউটিতে আসত তারা। নির্দিষ্ট সময় পর ডিউটি ​​শেষ হলে ফিরে যেতেন।
advertisement
দেশের রাজধানীতে এই প্রথম এতজন ভুয়া টিটিই ধরা পড়ল। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রেলের আধিকারিক রীতেশ ওয়াধওয়া কানপুর শতাব্দীতে সওয়ার হয়েছিলেন। টিকিট চেক করা ব্যক্তিকে দেখে তাঁর সন্দেহ হয়। এর পর তিনি জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর পর ওই ভুয়া টিটিই-দের নয়াদিল্লি স্টেশন থেকে গ্রেফতার করা হয়।
রেলের ডিসিপি হরেন্দ্র সিং জানিয়েছেন, তদন্তের পর ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই জালিয়াতি চক্রে বাকিদের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তের কয়েকজন গোরখপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের পর কয়েকজনের কাছ থেকে জাল নিয়োগপত্রও পাওয়া গিয়েছে।
advertisement
আরও পড়ুন- চিন্তন শিবিরে আমন্ত্রণ না পেয়ে নাড্ডার দ্বারস্থ হচ্ছেন অনুপম
পুলিশ জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে, অভিযুক্তরা সবাই উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। ওই অভিযুক্তদের কাছ থেকে ২-৩ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল টিটিই চাকরির জন্য। তারা সকলেই নয়াদিল্লি রেলস্টেশনে কাজ করত। আরও কেউ জড়িত কি না, খোঁজ করছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'টিকিট দেখি', ১৫ দিন ধরে স্টেশনে ডিউটি জাল টিটিই-র! বড় কাণ্ড ফাঁস রেলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement