লালসার শিকার হয়ে সন্তান জন্ম দিল ১০ বছরের নাবালিকা, জানাল তার পেটে নাকি বড় পাথর হয়েছিল
Last Updated:
১০ বছরের ছোট্ট মেয়ে ৷ পুতুল খেলার বয়সে সন্তানের জন্ম দিল সে ৷
#চণ্ডীগড়: ১০ বছরের ছোট্ট মেয়ে ৷ পুতুল খেলার বয়সে সন্তানের জন্ম দিল সে ৷ চণ্ডিগড়ের বাসিন্দা ১০ বছরের মেয়েটিকে শিকার হতে হয়েছিল মামার লালসার ৷ সাত মাস ধরে তাকে টানা ধর্ষণ করার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নির্যাতিতা ৷ বাড়িতে একা পেলেই ছোট্ট নেয়েটির উপর চলত শারীরিক অত্যাচার ৷ বাড়িতে প্রথম দিকে জানালেও কেউ তার কথা বিশ্বাসকরেনি ৷ গত মাসে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয় মেয়েটির পরিবার ৷ গর্ভপাতের অনুমতি চাইলে তা খারিজ করে দেয় শীর্ষ আদালত ৷
এরপর বৃহস্পিতাবর অথার্ৎ ১৭ অগাস্ট চণ্ডীগড়ের একটি সরকারি হাসপাতালে ছোট পুত্র সন্তানের জন্ম দেয় নির্যাতিতা ৷ সদ্যোজাত সুস্থ রয়েছে ৷
বেশ কয়েকদিন ধরেই পেটে ব্যাথার কথা বারবার পরিবারের সদস্যদের জানিয়েছে মেয়েটি ৷ কিন্তু বাড়ির লোকে তাতে কর্ণপাত করেনি ৷ একদিন যন্ত্রণার মাত্র অত্যন্ত বেড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই আসল কারণ জানতে পারে নির্যাতিতার পরিবার ৷ থানায় অভিযোগ জানালে অভিযুক্ত মামাকে গ্রেফতার করে পুলিশ ৷
advertisement
advertisement
নিয়ম অনুযায়ী ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করা যায় ৷ ৩২ সপ্তাহ পর জানা যায় মেয়েটি গর্ভবতী ৷ পাশাপাশি গর্ভপাত করলে মেয়েটির প্রাণসংশয়ের আশঙ্কা রয়েছে বলে তার অনুমতি দেওয়া হয়নি ৷
সন্তান জন্ম দিলেও ১০ বছরের মেয়েটি জানল তার পেটের মধ্যে একটি বড় পাথর হয়েছিল সেটি অস্ত্রোপচার করে বের করে দেওয়া হয়েছে ৷ সদ্যোজাতকে নিও নেটাল ইনটেনসিভ কেয়ার রাখা হয়েছে ৷ সুস্থ হলে তাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হবে ৷ নির্যাতিতার অভিভাবকরা সদ্যোজাতকে দত্তকের জন্য দিতে চেয়েছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2017 10:04 AM IST