২০১৯ নির্বাচনের পরই দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হবেন মোদি , দাবি অখিলেশের

Last Updated:

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনেই সমস্ত ফয়সালা হয়ে যাবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন ৷ দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে নির্বাচনের পরই ক্ষমতাচ্যুত হবেন মোদি ৷

#ভোপাল: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা ৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনেই সমস্ত ফয়সালা হয়ে যাবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন ৷ দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে নির্বাচনের পরই ক্ষমতাচ্যুত হবেন মোদি ৷ এরপর সেই পদের দায়িত্ব সামলাবেন অন্য কেউ ৷ এমনটাই দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ তবে, কে হবেন প্রধানমন্ত্রী ? সেই বিষয়ে ধোঁয়াশা রেখে অখিলেশ বলেন, উত্তরপ্রদেশের কোনও ব্যক্তিই এবার দেশের দায়িত্ব সামলাবেন ৷ আস্থা ভোটের আগে অখিলেশ যাদবের এই ভবিষ্যদ্বানী কিছুটা হলেও শাসক দলকে চাপের মুখে ফেলে দিয়েছে ৷
নোটবন্দি, বেকারত্ব, জিএসটি-র মত একের পর এক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ যার জেরে দেশের মানুষের মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে ৷ অখিলেশ বলেন, ‘কেন্দ্রের একের পর এক সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ ৷ এবার দেশের মানুষ কেন্দ্রের পরিবর্তন চায় ৷ নির্বাচনের পরই সেই পরিবর্তন আসবে ৷ এবার আর মোদি নন ৷ দেশের প্রধানমন্ত্রীর পদের দায়িত্ব সামলাবেন এবার অন্য কেউ ৷’
advertisement
advertisement
তবে, পরবর্তী প্রধানমন্ত্রীর পদে কি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সমর্থন করবে সমাজবাদী পার্টি ৷ সেই প্রসঙ্গটি ধোঁয়াশা রেখে দিলেন অখিলেশ যাদব ৷
অখিলেশ আরও বলেন, বিরোধী দলগুলি অর্থাৎ ৪৭টি রাজনৈতিক দল এককাট্টা হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চরাচ্ছে ৷ সেক্ষেত্রে ‘মহাগাটবন্ধন’(বিরোধী দলের মহাজোট) কেন ক্ষমতায় আসতে পারবে না ? সমাজবাদী পার্টি ‘মহাগাটবন্ধন’-কে উদ্বুদ্ধ করছে কেন্দ্রের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য ৷ আমরা শুধু সেটা অনুসরণ করছি ৷
advertisement
মধ্যপ্রদেশে বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের সঙ্গে জোট গঠনের ক্ষেত্রে যাদব বলেন, ‘আমরা সমস্ত দলের সঙ্গেই কথা বলছি ৷ মধ্যপ্রদেশে কংগ্রেসের রাজ্য সভাপতি কমল নাথকে আমি সম্মান করি ৷ তবে তাঁর সঙ্গে কি কথা হয়েছে সেটি আমি বলতে পারব না ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৯ নির্বাচনের পরই দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হবেন মোদি , দাবি অখিলেশের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement