Nadia- টানা বৃষ্টিপাতের জেরে জলের তলায় রয়েছে শীতকালীন সবজি। দুশ্চিন্তায় কৃষকেরা

Last Updated:

আবারও শীতকালীন সবজির দাম বাড়ার আশঙ্কা

জলে ডুবে গিয়েছে একাধিক সবজি, সেগুলিই তুলতে ব্যস্ত চাষী
জলে ডুবে গিয়েছে একাধিক সবজি, সেগুলিই তুলতে ব্যস্ত চাষী
#নদিয়া: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই কম বেশি বৃষ্টিপাত হয়ে চলেছে জেলার বিভিন্ন প্রান্তে। শীতের শুরুতেই এই অকাল বৃষ্টি। এই অকাল বৃষ্টির ফলেই শীতকালীন বেশকিছু শাকসবজি ও ফুলের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। লকডাউন এর ফলে গোটা দেশের অর্থনীতি একেবারে বসে পড়েছিল। ধীরে ধীরে অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছিল সবে, তার মধ্যেই এসে পড়ল এই জাওয়াদ সাইক্লোন। চাষিরা অতিকষ্টে ঋণ নিয়ে শীতকালীন সবজি ও ফুলের চাষ করেছিল। ভেবেছিল হয়তো কিছু লাভের মুখ দেখবেন তারা। কিন্তু সাইক্লোনের ফলে দুদিনের টানা বৃষ্টিপাতের জেরে ক্ষতির আশঙ্কাই করছেন তারা। ক্ষেতে বৃষ্টিপাতের জেরে জল জমে যাওয়ার ফলে ইতিমধ্যেই বেশকিছু চাষী এই শীতকালীন বৃষ্টির মধ্যেই মাঠে নেমে পড়েছেন ফসল তোলার জন্যে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিপাতের জেরে ফসল নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক দুশ্চিন্তায় নদিয়ার সবজি চাষীরা। নদিয়া জেলা মূলত অন্যান্য জেলার মতোই চাষের জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। নদিয়া জেলায় হাজার হাজার চাষী রয়েছে যারা সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। নদিয়ার বিভিন্ন এলাকার একাধিক চাষীরা ঋন নিয়ে জমিতে বেগুন, বাধাকপি, আলু চাষ করেছিলেন। কিন্তু গত দুদিনের এই নিম্নচাপের প্রভাবে, অকাল বৃস্টিতে ব্যাপক ক্ষতির মুখে প্রান্তিক চাষীরা। তারা জানান এরপরও যদি আরও বৃস্টি হয় তাহলে আরো ক্ষতির সম্ভাবনা। শীতের মরসুমে সমিতি থেকে ঢাকা লোন নিয়ে চাষ করার জন্য মাঠে নামেন। এই দুর্যোগের ফলে, সেই টাকা পরিশোধ তো দূরের কথা, সংসার চালানোই বর্তমানে দুস্কর হয়ে দাঁড়াবে। কোথাও কোথাও হাঁটু সমান জল জমেছে জমিতে। চাষীরা আরও জানান, রোদ উঠলেও সবজি পচে যাবে আর বাজারে সেরকম দাম পাওয়া যাবে না, বিক্রি নেই ফলে ফেলে দিতে হবে বেগুন,বাধাকপি ছাড়াও অন্যন্য সবজি। ফলে আবারও শীতকালীন সবজির দাম কিছুটা বাড়ার আশঙ্কাই থেকে যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia- টানা বৃষ্টিপাতের জেরে জলের তলায় রয়েছে শীতকালীন সবজি। দুশ্চিন্তায় কৃষকেরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement