Nadia News : যক্ষা চিকিৎসায় নয়া মোড়! পরীক্ষা করতে যেতে হবে না কলকাতায়, শান্তিপুরেই নতুন ল্যাব উদ্বোধন 

Last Updated:

শান্তিপুর ব্লকের বাগআঁচড়ায় যক্ষা নির্ণয়ের ল্যাব উদ্বোধন করা হল।  শান্তিপুর বাগআঁচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন হল ডাইরেক্ট মাইক্রোস্কপি সেন্টার 

+
বাগআঁচড়া

বাগআঁচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

#শান্তিপুর: যক্ষা রোগের পরীক্ষার জন্য যেতে হবে না কলকাতা কিংবা শহরতলিতে। এখন থেকে নিজের স্থানীয় এলাকার মধ্যেই সেই পরীক্ষা করার সুযোগ পাবেন স্থানীয় মানুষেরা। শান্তিপুর ব্লকের বাগআঁচড়ায় যক্ষা নির্ণয়ের ল্যাব উদ্বোধন করা হল। শান্তিপুর বাগআঁচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উদ্বোধন হল ডাইরেক্ট মাইক্রোস্কপি সেন্টার । এখন থেকে এই ল্যাবে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মূলত যক্ষা রোগীর পরীক্ষা করা সম্ভব হবে।
ভৌগোলিক অবস্থার কারণে, এতদিন যাবত এই বাগআঁচড়া এবং পার্শ্ববর্তী হরিপুর গয়েশপুরের আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার মানুষের নির্ভর করতে হত বেশ খানিকটা দূরে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের উপর। ব্লক হাসপাতাল ফুলিয়া আরও বেশ খানিকটা দূরে, তাই ব্লকের ক্ষেত্রে রোগীদের শারীরিক পরিস্থিতি, রোগ নিরাময় এবং এই দুইয়ের সংখ্যা জানাটা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।
advertisement
advertisement
ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডঃ পূজা মৈত্র বিষয়টি লক্ষ্য করে আবেদন জানিয়েছিলেন ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসে। মূলত তাদের সহযোগিতায় এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সম্মতিক্রমে এই ল্যাবটি উদ্বোধন করা সম্ভব হয়। এ প্রসঙ্গে, ডঃ মৈত্র জানান, আগামী ২০২৫ সালের ভারত সরকার যক্ষা সম্পূর্ণ নির্মূলের যে উদ্যোগ গ্রহণ করেছে তা অনেকটাই, এগিয়ে রয়েছে বাংলা। শান্তিপুর ব্লকের ক্ষেত্রেও অত্যন্ত সহজ হয়ে গেল কাজটি।
advertisement
এ বিষয়ে তিনি সমস্ত সহকর্মী, ফার্মাসিস্ট, আশা কর্মী, এম ও আই সি ,স্টাফ নার্স , পাবলিক হেলথ ম্যানেজার থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রয়াসের সফলতা বলে মনে করেছেন। এই ল্যাব উদ্বোধন হওয়ার ফলে খুশি স্থানীয় মানুষেরা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News : যক্ষা চিকিৎসায় নয়া মোড়! পরীক্ষা করতে যেতে হবে না কলকাতায়, শান্তিপুরেই নতুন ল্যাব উদ্বোধন 
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement