#নদিয়া: রেকর্ড গড়তে পিছিয়ে নেই শিশুরাও। বয়স মাত্র সাড়ে তিন বছর৷ এই বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে বাংলাকে গর্বিত করলঐশাণ্যা।রাজ্যের একাধিক জেলার অনেকের নাম রয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বিভিন্ন বিষয়ে পারদর্শীতার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস সম্মানিত করে থাকে দেশের সেরা সেরা মানুষদের। তবে এই প্রথম মাত্র সাড়ে তিন বছর বয়সী ঐশাণ্যা নাম তুলে ফেলল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে যাবতীয় নথি এবং মেডেল চলে এসেছে তার বাড়িতে। একরত্তি মেয়ের এই কৃতিত্বে গর্বিত বোধ করছেন তার বাবা ও মা।
এখানেই শেষ নয়, ১২ টি মাসের নাম বলতে পারে মাত্র ১৭ সেকেন্ডে, ১৬ টি আকারের নাম বলে ২৮ সেকেন্ডে, ২১ টি রঙের নাম বলতে পারে ৫১ সেকেন্ডে, এছাড়াও ২১ টি মানব শরীরের অঙ্গ দেখাতে সময় লাগে তার ৫৯ সেকেন্ড এবং ১৫ টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর ৪৮ সেকেন্ডে দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে ঐশাণ্যা৷
ঐশাণ্যার বাবা অরুনাভবাবু জানান, কাজের ব্যস্ততার কারণে মেয়েকে তেমনভাবে সময় তিনি দিতে পারেন না, তবে অবসর সময়ে মেয়ের সাথে ফুটবল খেলতে পছন্দ করেন৷ এছাড়াও মেয়ের কৃতিত্বের জন্য তার স্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছে বলে জানান তিনি।
Mainak Debnathনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Book of Records, Nadia