Nadia News: গ্রামের ১৩০ ছাত্রছাত্রীর হাতের কাজের প্রদর্শনী! বার্তা দিল স্বনির্ভর হওয়ার
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
শিল্পকলায় পারদর্শী হয়ে সেখান থেকেও যে অর্থ উপার্জন করা সম্ভব সেই বার্তা দিতেই হস্তশিল্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন নদিয়ার গাংনাপুরে।
গাংনাপুর: নদিয়ার গাংনাপুর থানার বৈদ্যপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী। গাংনাপুর থানার বৈদ্যপুর এক গ্রাম পঞ্চায়েতের নাশেরকুলী সবুজ সংঘের ময়দানে চিত্রবিতান আর্ট স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীতে চারটি বিভাগে আর্টস্কুলের ১৩০ জন ছাত্র ছাত্রী চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছিল। কাগজ সহ বিভিন্ন জিনিস ব্যাবহার করে শিল্পকর্ম তৈরির প্রশিক্ষণ দিয়েছেন আর্ট স্কুলের শিক্ষিকা অঙ্কন শিল্পী সুজাতা দেবনাথ।
হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করলেন নাশেরকুলী রামমোহন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শান্ত দে। তিনি বলেন, এই আর্ট স্কুলের জন্য গ্রামের ছেলে মেয়েরা অঙ্কন শেখার সুযোগ পাচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা অঙ্কন শেখার সুযোগ পেয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষক অনির্বাণ ভট্টাচার্য, সুরজিৎ দত্ত সহ অন্যান্য শিল্পীরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের ব্যাপক সাড়া পরেছিল এবং উৎসাহ উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।
advertisement
advertisement
উল্লেখ্য ছোটবেলায় অংকন এবং শিল্পকলা প্রশিক্ষণ নিলেও অনেকেই বড় হয়ে তা ছেড়ে দেন। এর কারণ কিছুটা পরিবারের চাপ ও ভবিষ্যতে অর্থ উপার্জনের চিন্তাকেও ধরা হয়। তবে শিল্পকলায় পারদর্শী হয়ে সেখান থেকেও যে অর্থ উপার্জন করা সম্ভব সেই বার্তা দিতেই এদিন হস্তশিল্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন করলেন অঙ্কন শিল্পী সুজাতা দেবনাথ। শুধু তাই নয়, একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শিল্পকলায় পারদর্শী করে, তার থেকেই উপার্জনের পথ বের করে দিয়েছেন তিনি। মাটির গহনা থেকে শুরু করে হাতে আঁকা পাঞ্জাবি ইত্যাদি বিভিন্ন সামগ্রী নিয়ে তারা এদিন এই হস্তশিল্প ও চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 5:15 PM IST