Nadia News: দৌড়ে ফুলিয়া থেকে কেদারনাথ পাড়ি দিলেন নদিয়ার যুবক
- Published by:Pooja Basu
Last Updated:
প্রায় ২০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটেই পাড়ি দিল নদিয়ার ফুলিয়ার যুবক মহিতোষ ঘোষ।
#ফুলিয়া: ঘুরতে যেতে আমাদের সকলেরই ভাল লাগে সে বন্ধুদের সঙ্গে হোক কিংবা পরিবারের সঙ্গে। পাহাড় থেকে সমুদ্র জঙ্গল থেকে ঐতিহাসিক স্থান বিভিন্ন লোকের পছন্দের ডেস্টিনেশন ভিন্ন ভিন্ন। সাধারণত আমরা ঘুরতে যাই নিজেদের একঘেয়েমি জীবন থেকে কিছুটা বিরতির জন্য। ঘুরতে যেতে আমরা স্বাচ্ছন্দ বোধ করি হয় প্লেনে না হলে ট্রেনে। তবে পায়ে হেঁটে বা দৌড়ে ঘুরতে যাওয়ার কথা কখনও ভেবেছেন কি! তাও আবার সোজা শান্তিপুর থেকে কেদারনাথ!
আরও পড়ুন দিঘার সৈকতে ভেসে উঠল মৃতদেহ! সমুদ্র শহরে চাঞ্চল্য
প্রায় ২০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটেই পাড়ি দিল নদিয়ার ফুলিয়ার যুবক মহিতোষ ঘোষ।করোনা পরিস্থিতির মধ্যে সকলকে সুস্থ থাকার দাওয়াই হিসেবে, ফিট ইন্ডিয়া মুভমেন্টের সবুজ ঘাসের উপর দৌড়ানোর বার্তা দেন দৌড়বাজ মাহি। মাহির ভাল নাম মোহিতোষ ঘোষ। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুঁইচায় তার বাড়ি। তাকে দেখে সবুজ মাঠে দৌড়াতে আসা বন্ধুর সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে অনেকটাই । শিবনিবাস , নবদ্বীপ , তারকেশ্বর, দীঘা , দার্জিলিং এই রকম বিভিন্ন জায়গায় পরিবেশের বার্তা নিয়ে ছুটে পৌঁছে গেছেন মাহি।
advertisement
advertisement
এবারে লম্বা দৌড়ের পালা, চার সাইকেল বন্ধুকে সঙ্গে নিয়ে কেদারনাথ প্রায় দু হাজার কিলোমিটার পথ তিনি দৌড়ে অতিক্রান্ত করার উদ্দেশ্যে রবিবার ফুলিয়া থেকে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে তার বন্ধুরা যাবেন সাইকেলে।মাস্টার ডিগ্রি সমাপ্ত করার পর এই যুবকের প্রধান বার্তা দৌড়েই সুস্থ রাখা যায় শরীরকে। সমগ্র ফুলিয়া তো বটেই গোটা নদিয়াবাসী কুর্নিশ জানিয়েছে তাকে । তাকে অভিনন্দন জানানো হয়েছে জেলার সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
August 30, 2022 5:22 PM IST
