Nabadwip Festival: নবদ্বীপে হরিনাম সংকীর্তনে বাংলাদেশের শ্রীহট্ট থেকে মহাপ্রভুর বিগ্রহ আনা হল

Last Updated:

Nabadwip Festival: এর পর এই মহাপ্রভুর মূর্তি চলে যাবে শিলচরে । তারপর শিলচর থেকে পুনরায় ফিরে যাবে বাংলাদেশে ।

+
হরিনাম

হরিনাম সংকীর্তন উপলক্ষে বাংলাদেশের শ্রীহট্ট থেকে আনা হয় মহাপ্রভু ও নিকুঞ্জের মূর্তি

নদিয়া: নবদ্বীপ প্রতাপনগর সুদর্শন পল্লীতে বার্ষিক মহোৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন এর আয়োজন হয় শ্রী শ্রী রাধা সুদর্শন লাল জিউর মন্দিরে । রবিবার সকাল থেকেই শুরু হয়েছিল এই হরিনাম সংকীর্তন উৎসব । এই হরিনাম সংকীর্তন উপলক্ষে বাংলাদেশের শ্রীহট্ট ( আজকের সিলেট)  থেকে আনা হয় মহাপ্রভু ও নিকুঞ্জের মূর্তি । এই বার্ষিক হরিনাম সংকীর্তনের আসরে উপস্থিত ভক্তবৃন্দ । হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ করা যায় । সেই ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় মন্দির কর্তৃপক্ষকে ।
জানা যায়, এর পর এই মহাপ্রভুর মূর্তি চলে যাবে শিলচরে । তারপর শিলচর থেকে পুনরায় ফিরে যাবে বাংলাদেশে । প্রাচীন মন্দির নগরী নবদ্বীপ বৈষ্ণব ধর্মের মানুষের কাছে অতি পুণ্যময় একটি স্থান । বিশেষত দোল পূর্ণিমা এবং রাস পূর্ণিমাতে নবদ্বীপে প্রচুর ভক্তের সমাগম ঘটে । তবে দোল পূর্ণিমা ও রাস পূর্ণিমা ছাড়াও একাধিক তিথিতে নবদ্বীপ শহর সেজে ওঠে ।
advertisement
advertisement
আরও পড়ুন : পুলিশের মানবিক মুখ, দরিদ্র পরিবারের পড়ুয়াদের জন্য অবৈতনিক কোচিং সেন্টার
এই পুজো সংকীর্তনে ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো । অসংখ্য ভক্তরা এসে দর্শন করেন বাংলাদেশের শ্রীহট্টের গৌড়ের বিগ্রহকে । শুধু গৌড়ের বিগ্রহই নয়, রয়েছে আরও বেশকিছু শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি । শ্রীকৃষ্ণের একাধিক লীলার আদলে গড়া হয়েছে সেই মূর্তি গুলি । প্রত্যেকটি মূর্তি একজন পুরোহিত পুজো করছেন ভক্তি সহকারে । মূর্তিগুলির সামনে করা হয়েছে বিশাল এক হোমকুণ্ড । সেখানে যজ্ঞ করা হয় নিষ্ঠা সহকারে । বিগত তিন দিনের এই অনুষ্ঠানে সুদর্শন লাল জিউর মন্দিরে ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো ।
advertisement
( প্রতিবেদন : Mainak Debnath)
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nabadwip Festival: নবদ্বীপে হরিনাম সংকীর্তনে বাংলাদেশের শ্রীহট্ট থেকে মহাপ্রভুর বিগ্রহ আনা হল
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement