Nadia News: ধামসা ও মাদল বাজিয়ে পালন করা হল বিরসা মুন্ডার জন্মদিবস

Last Updated:

স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনে ধামসা মাদল বাজিয়ে তার জন্ম দিবস পালন করলেন আদিবাসীরা এলাকার তরুণ তরুণীরা। শান্তিপুর ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন পাড়া এলাকার বাসিন্দারা বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান করে।

+
title=

#শান্তিপুর : স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিনে ধামসা মাদল বাজিয়ে তার জন্ম দিবস পালন করলেন আদিবাসীরা এলাকার তরুণ তরুণীরা। শান্তিপুর ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন পাড়া এলাকার বাসিন্দারা বিরসা মুন্ডার ছবিতে মাল্যদান করে। এরপর ধামসা এবং মাদল বাজিয়ে মহাসমারহে জন্ম দিবস পালন করতে দেখা গেল তাদের। শান্তিপুরের দিশারী ঝুমুরিয়ার উপস্থাপনায় এক আদিবাসী সংগীত ও নৃত্য অনুষ্ঠান উপস্থাপন করলেন তারা। আজ বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে সেজে উঠেছিল গোটা এলাকা। ছোট থেকে বড় এলাকার সমস্ত ছেলেমেয়েরাই এই উৎসব আনন্দের সাথে পালন করে থাকে প্রতিটা বছর।
এবারেও সেই দৃশ্যই দেখা গেল নদিয়ার শান্তিপুরের রামনগর চর পুরাতন পাড়া এলাকায়। উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডা ১৮৭৫ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর রাঁচি অঞ্চলের এক আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী ছাড়াও তিনি ছিলেন আদিবাসী সমাজের একজন সংস্কারক। ব্রিটিশ সাম্রাজ্যের অত্যাচার এবং ব্যভিচারের বিরুদ্ধে তিনি আদিবাসী সমাজকে সংগঠিত করেছিলেন। বিদ্রোহীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ভগবান।
advertisement
আরও পড়ুনঃ দুঃস্থ শিশুদের বিনামূল্যে সপ্তাহের চার দিন দুধ বিস্কুট বিতরণ
বিরসা মুন্ডা ব্রিটিশদের বিরুদ্ধে আদিবাসীদের সংগঠিত করে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে তাকে ব্রিটিশরা গ্রেফতার করে। তার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় শতাধিক আদিবাসীকে। বিচারে তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। তবে ফাঁসির আগেই তার কলেরা রোগে ১৯০০ খ্রিস্টাব্দের ৯ জুন মৃত্যু হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই মহান স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন পালন উপলক্ষে গত কয়েক বছর ধরেই ধুমধাম করে অনুষ্ঠান করা হচ্ছে এবং সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ধামসা ও মাদল বাজিয়ে পালন করা হল বিরসা মুন্ডার জন্মদিবস
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement