Nadia News: মাদকেও ভেজাল! কালীগঞ্জে গোপন সূত্রে অভিযান, ‘পাওয়ার’ সহ গ্রেফতার দু’জন

Last Updated:

Nadia News: কালীগঞ্জে গোপন সূত্রে অভিযান, মাদক ভেজালে ব্যবহৃত ‘পাওয়ার’সহ দু’জন গ্রেফতার। নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল মাদক চক্রের দুই অভিযুক্ত।

কালীগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল মাদক চক্রের দুই অভিযুক্ত
কালীগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল মাদক চক্রের দুই অভিযুক্ত
নদিয়া, মৈনাক দেবনাথ: কালীগঞ্জে গোপন সূত্রে অভিযান, মাদক ভেজালে ব্যবহৃত ‘পাওয়ার’সহ দু’জন গ্রেফতার। নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল মাদক চক্রের দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে এস.ও.জি কে.পি.ডি থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি বিশেষ দল কাটোয়া মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধির কারণে সাগির মণ্ডল ও মোসাবুদ্দিন শেখ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ওই ব্যাগের ভিতরে আনুমানিক ৬০০ গ্রাম সাদা গুঁড়ো সদৃশ পদার্থ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া পদার্থটি মাদকজাত এবং স্থানীয়ভাবে ‘পাওয়ার’ নামে পরিচিত, যা হেরোইন ভেজাল দেওয়ার কাজে ব্যবহৃত হয়। আটক ব্যক্তিরা ওই পদার্থ রাখার বৈধ কোনও নথি বা অনুমতিপত্র দেখাতে পারেননি।
advertisement
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, উদ্ধার হওয়া পদার্থটি হেরোইন প্রস্তুতকারকদের কাছে সরবরাহ করার উদ্দেশেই তারা নিয়ে যাচ্ছিলেন। নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া মেনে উদ্ধার করা ওই পদার্থ, তার নমুনা এবং অন্যান্য প্রাসঙ্গিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এবং তার পাশাপাশি ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
এই ঘটনায় ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০-এর ধারা ২৭(সি) এবং ভারতীয় ন্যায় সংহিতা (বি. এন. এস)-এর ধারা ২৭৬ অনুযায়ী মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সঙ্গে যুক্ত আরও কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মাদকেও ভেজাল! কালীগঞ্জে গোপন সূত্রে অভিযান, ‘পাওয়ার’ সহ গ্রেফতার দু’জন
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement