Nadia News: ভাঙা লোহার দরেই 'সবুজ সাথী সাইকেল' বিক্রির অভিযোগ উঠছে শান্তিপুরে
- Published by:Samarpita Banerjee
Last Updated:
সম্প্রতি কিছুদিন আগে নদিয়ার ভীমপুর, হবিবপুর রানাঘাট অঞ্চলে প্রকাশ্যে এসেছিল সাইকেল দু চারশ টাকায় বেচে দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা। এবার সেই একই ছবি দেখা গেল শান্তিপুরে
#নদিয়া: বিশ্ব দরবারে সমাদৃত রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প। যার ফলে বাংলার বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই হাতের নাগালে বিদ্যালয় পেয়েছে। সম্প্রতি কিছুদিন আগে নদিয়ার ভীমপুর, হবিবপুর রানাঘাট অঞ্চলে প্রকাশ্যে এসেছিল সাইকেল ৪০০টাকায় বিক্রি দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা। সেক্ষেত্রে বেশকিছু অভিভাবক সহমত পোষণ করেছিলেন, নতুন সাইকেল কেনার পরেও তা চালানোর উপযোগী করে তুলতে বেশকিছু অর্থ খরচ করতে হচ্ছিল। তবে এবার শান্তিপুরে ভাঙা লোহার দরেই 'সবুজ সাথী সাইকেল' বিক্রির অভিযোগ উঠেছে৷
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির শহর -১ মন্ডল সভাপতি রাজু বৈরাগী জানালেন, ভোটের স্বার্থে সরকার সকলকে খুশি রাখতে অপ্রয়োজনীয়ভাবে অঢেল সাইকেল দিয়েছে, বিতরণ অনুযায়ী তা আবার একত্রিত করতে বললে দেখা যাবে অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে। অথচ সর্বসাধারণের জন্য বহু প্রকল্প অর্থাভাবে বন্ধ রেখেছে রাজ্য সরকার। তিনি আরও জানালেন, আইনি বাধার কারণে তা নিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা৷ কিন্তু গুণগতমানে তা চালানোর উপযোগী না হওয়ার কারণে বেচে দিচ্ছেন অনেকেই।
advertisement
এ প্রসঙ্গে স্থানীয় পৌর প্রধান সুব্রত ঘোষ জানালেন, উপযুক্ত প্রমাণ পেলে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে মহৎ উদ্দেশ্যের কথা মাথায় রেখে। তিনি আরও বলেন, প্রয়োজন না থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, তাই বলে কম দামে সাইকেল বিক্রি করে দেওয়া অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্রীর এই ধরনের পরিকল্পনায় উপকৃত লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী, তার মধ্যে সামান্য একটা অংশের এই ধরনের অন্যায় কাজের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের।
advertisement
advertisement
তবে পাড়ায় পাড়ায় ঘুরে পুরনো ভাঙাচোরা লোহার অংশবিশেষ ক্রয় করেন, এমন একজন জানালেন, "প্রায়শই বিভিন্ন সাইকেল বিক্রি করা হয় সবুজ সাথীর স্টিকার ছাড়া, তাই বোঝা সম্ভব হয় না। তাই আমরা ওই সাইকেল ক্রয় করে নিয়ে আসি৷"
Mainak Debnath
view commentsLocation :
First Published :
April 21, 2022 7:21 PM IST