Nadia News: ঝড়ে উপড়ে গিয়েছিল,ফের স্বমহিমায় বিশাকার পলাশগাছ, নজির সৃষ্টি নদিয়ার
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
পরিবেশকে বাঁচাতে চারা গাছ রোপন সমস্ত জায়গায় দেখা গেলেও ঝড়ে উপড়ে পড়া গাছ পুনরায় রোপন করার নজিরবিহীন ঘটনা নদিয়ার শান্তিপুরে
শান্তিপুর: পরিবেশকে বাঁচাতে চারা গাছ রোপন সমস্ত জায়গায় দেখা গেলেও ঝড়ে উপড়ে পড়া গাছ পুনরায় রোপন করার নজিরবিহীন ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না। নদিয়ার শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের থানার মাঠের একটি কোনায় বহু বছর ধরে রয়েছিল সুবিশাল একটি পলাশ গাছ। পলাশ গাছ পরিবেশের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে অন্যতম ভূমিকা পালন করে থাকে। সাম্প্রতিক কালে ঘূর্ণিঝড়ের কারণে থানার মাঠ সংলগ্ন সেই প্রাচীন পলাশ গাছ মাটি থেকে উপড়ে যায়।
আর তারপরেই এলাকাবাসীদের উদ্যোগে জেসিবি ভাড়া করে এনে মাটি খুঁড়ে, সেই গাছ পুনরায় বাঁচানোর জন্য করা হল রোপন। ঝড়ে উপড়ানো গাছকে সাধারণত প্রশাসনের তরফ থেকে কেটে খন্ড খন্ড করে নিয়ে যাওয়ার প্রক্রিয়াই চলে থাকে। তবে সাধারণ মানুষের উদ্যোগে পুনরায় রোপন করার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান নিজেও।
advertisement
advertisement
পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ নিজে ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের সঙ্গে গাছটিকে পুনরায় রোপন করার জন্য হাত লাগান। স্থানীয় এলাকারই বাসিন্দা রাজ বিশ্বাস জানায়, গাছটিকে ফাঙ্গেসাইট লাগানো হচ্ছে, কেননা গাছটি যখন ঝরে পড়ে যায় গাছটির বিভিন্ন ডাল ভেঙে গিয়েছে, গাছটি পুনরায় রোপন করার পর এই ওষুধ ব্যবহার করার ফলে গাছটির ক্ষতস্থানে কোনরকম পোকামাকড় এবং পচনও ধরবে না। এই ধরনের ওষুধ দোকানে কিনতে পাওয়া যায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2024 5:00 PM IST