Rath Yatra 2023: পালিত হল ইসকন মায়াপুরে রথ-যাত্রা! উল্টোরথে দেশ বিদেশের ভক্তদের ঢল!

Last Updated:

Rath Yatra 2023: সকাল থেকেই ইসকন চন্দ্রোদয় মন্দিরে শুরু হয় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সহ বিশেষ পুজা-অর্চনার!

+
title=

মায়াপুর: প্রতিবছর মহাসমারোহে দেশ জুড়ে পালিত হয় রথ যাত্রা উৎসব। ইসকনের প্রধান কার্যালয় নবদ্বীপ মায়াপুরেও প্রতিবছর যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় এই রথ যাত্রা উৎসব। আর এই রথ যাত্রা উৎসবকে ঘিরে প্রশাসনের তরফেও থাকে কড়া নজরদারি। পাশাপাশি এই উৎসবকে ঘিরে দেশ বিদেশের থেকেও আগমন ঘটে অসংখ্য ভক্তের, এবছরও তার ব্যতিক্রম হয়নি।
গত ২০ জুন রাজাপুর জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথ দেব, মাতা শুভদ্রা ও প্রভু বলভদ্র নিজ বাড়ি থেকে এসেছিল ইসকনের চন্দ্রদয় মন্দির বা গুন্ডিচা মন্দির তথা অস্থায়ী মাসি বাড়ি। আর এখানেই প্রতিদিন অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, সহ ৫৬ ভোগের আয়োজন। ২৮ শে জুন বুধবার অনুষ্ঠিত হল প্রভু জগন্নাথ দেবের পুনঃ রথযাত্রা উৎসব। এদিনও সকাল থেকেই ইসকন চন্দ্রোদয় মন্দিরে শুরু হয় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সহ বিশেষ পুজা-অর্চনার।
advertisement
আরও পড়ুন:  বেলার সাধভক্ষণ! গর্ভবতী দেশি কুকুর! যা করল একদল ছেলে-মেয়ে! তুমুল ভাইরাল ভিডিও
advertisement
সকাল থেকেই এই অনুষ্ঠানকে ঘিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। শুধু স্থানীয় নয়, দেশ বিদেশের বহু ভক্ত সকাল থেকেই এই পুনরযাত্রা উৎসবকে ঘিরে ইসকন চন্দ্রোদয় মন্দিরে ভিড় জমাতে শুরু করে।ইসকনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গ দাস জানায় প্রতিবছর রথ যাত্রা ও পুনরযাত্রা উৎসব ইসকনের প্রধান কার্যালয় মায়াপুর সহ ইস্কনের পরিচালনায় দেশের শতাধিক জায়গায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়। আর সর্বত্রই এই উৎসবকে ঘিরে সমাগম হয় দেশ বিদেশের অসংখ্য ভক্ত।
advertisement
আরও পড়ুন:
পাশাপাশি তিনি জানান প্রভু জগন্নাথ দেবের কৃপায় বর্তমানে ইসকনের এই রথ যাত্রাকে কেন্দ্র করে প্রশান্ত পল্লী – রাজাপুর আন্তর্জাতিক রূপ পেয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন বিশ্বের ১০০ দেশের প্রায় ৮০০ বড়ো শহরে ইস্কনের তত্বাবধানে রথ যাত্রা পালন করা হয়। এছাড়াও এবছরও পুরি থেকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর রথের তিনটি চাকা আনা হয়েছে, এবং তা সকলের জন্য দর্শন ও শ্পর্শনের জন্য অস্থায়ী মাসির বাড়িতে রাখা আছে, বুধবার দুপুর আনুমানিক দু-টোয় ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে তিনটি পৃথক সুসজ্জিত রথে প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা ও প্রভু বলভদ্রকে নিয়ে নাম সংকির্তনের মাধ্যমে ভক্তরা রওয়া দেয় রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Rath Yatra 2023: পালিত হল ইসকন মায়াপুরে রথ-যাত্রা! উল্টোরথে দেশ বিদেশের ভক্তদের ঢল!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement