Rash Yatra 2023: নবদ্বীপে রাস উপলক্ষ্যে কোথায় কোথায় থাকবে 'নো এন্ট্রি'? জেনে নিন সম্পূর্ণ রোডম্যাপ

Last Updated:

Rash Yatra 2023: নবদ্বীপ রাসযাত্রার গাইড ম্যাপ প্রকাশ করল পুলিশ প্রশাসন...

নবদ্বীপ রাস উৎসবের গাইড ম্যাপ 
নবদ্বীপ রাস উৎসবের গাইড ম্যাপ 
নবদ্বীপ: সোমবার থেকে নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ উৎসব রাস যাত্রা। কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত নবদ্বীপ থানার পক্ষ থেকে নবদ্বীপ রাসযাত্রার গাইড ম্যাপ প্রকাশিত করল নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে চৈতন্য ধাম নবদ্বীপকে। স্থানীয় জনগণ ও বহিরাগত দর্শনার্থীরা যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে রাসযাত্রা উপভোগ করতে পারেন ঠিক সেই কারণে বিভিন্ন জেলা থেকে একাধিক পুলিশ কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে নবদ্বীপে।
সোমবার নবদ্বীপের শুরু হচ্ছে রাস যাত্রা। প্রশাসন সূত্রে খবর অনুযায়ী রবিবার বিকেল চারটে থেকে সমস্ত পুলিশ কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব বহন করবেন। ইতিমধ্যে সমগ্র নবদ্বীপ সিসি টিভির আওতায় মুড়ে ফেলা হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য ২৮ নভেম্বর আড়ং এবং ৩০ নভেম্বর কার্নিভাল। কার্নিভাল পর্যন্ত চলবে সমস্ত পুলিশ কর্তাদের কার্যভার। নবদ্বীপের রাস উপলক্ষে ১১ জন ডিএসপি, ২৫ জন ইন্সপেক্টর, ২০০ জন অফিসার, ৬০০ জন কনস্টেবল ও ৬০০ জন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োজিত করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে।
বন্ধ করা হয়েছে টোটো ও রিকসার পরিবহন ব্যবস্থা অর্থাৎ ‘নো এন্ট্রি’ ২৬-৩০ নভেম্বর পর্যন্ত। বুড়োশিবতলা মোড় থেকে বাজার রোড মোড়, যোগনাথতলা মোড় থেকে দন্ডপাণিতলা মোড়, বড়ালঘাট ফলপট্টি মোড় থেকে বাজার রোড মোড়, বৌবাজার মোড় থেকে গানতলা হয়ে গোবিন্দবাড়ি মোড়, রামসীতাপাড়া মোড় থেকে সমাজবাড়ী মোড় ও ঝাপানতলা অর্থাৎ বেনেপাড়া মোড় থেকে তেঘড়ীপাড়া বাজার মোড়।
advertisement
এছাড়াও মালবাহী যানবাহনের জন্যও করা হয়েছে ‘নো এন্ট্রি’। কেশবজী গৌড়ীয় মঠ ২৬ নভেম্বর বিকেল ৪ টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত, কোলেরডাঙ্গা সারস্বত মঠ (জল মন্দির) ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত, ইদিলপুর ও রেলওয়ে রিক্রিয়েশন মাঠ ২৬ নভেম্বর বৈকাল বৈকাল ৪ টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত, ব্যাদড়াপাড়া রেলগেট ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত, কুঠিরপাড়া গ্যাস গোডাউন ২৬ শে নভেম্বর বিকেল ৪ টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত, ও সুভাষনগর, বাবলারী ২৬ নভেম্বর বিকাল ৪টা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত।
advertisement
নবদ্বীপের পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে রাসের দিন ছোটখাট চুরি বা ছিনতাই যাতে না হয় সেদিকে তারা কড়া নজর রাখবেন। এবং তারা আরও বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী রাস উৎসব সম্পূর্ণ করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী বাদ্যযন্ত্র ব্যবহার করে নবমীর শোভাযাত্রা করতে হবে এবং নির্দিষ্ট সীমার মধ্যে তা সম্পন্ন করা হবে।
advertisement
রাস উৎসবে কোনও শব্দ দূষণ যাতে না হয় সেদিকে নজর রাখা হবে। ডিজে বক্স ব্যবহার করা হবে না, রাস উৎসবে। বক্স ব্যবহার করা হবে রাত ১০টা পর্যন্ত। নবদ্বীপের জনপ্রিয় রাস উৎসব যাতে সকল মানুষ সুষ্ঠু ও সাবলীল ভাবে উপভোগ করতে পারেন, তার জন্য নবদ্বীপের পুলিশ প্রশাসন কড়া দায়িত্ব পালন করতে চলেছে এ বছর।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
Rash Yatra 2023: নবদ্বীপে রাস উপলক্ষ্যে কোথায় কোথায় থাকবে 'নো এন্ট্রি'? জেনে নিন সম্পূর্ণ রোডম্যাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement