Nadia News: পুলিশের উদ্যোগে রানাঘাটে ম্যারাথন দৌড়, অংশ নিলেন মহিলারাও
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
পুলিশের উদ্যোগে রানাঘাটে ম্যারাথন দৌড়। প্রতিযোগীদের সঙ্গে কাঁধ মিলিয়ে দৌড়লেন পুলিশ সুপার, ছিলেন মহিলা প্রতিযোগীরাও
#নদিয়া: রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে আয়োজিত হল ৭ কিলোমিটার ম্যারাথন দৌড়। এই ম্যারাথন দৌড়ে অংশ নিলেন রানাঘাট পুলিশ জেলার সুপার ডক্টর কে কান্নান নিজেও। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। শান্তিপুর থানার ফুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়। শেষ হয় রানাঘাট সেন্ট মেরি হাইস্কুল সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে।
প্রসঙ্গত খেলাধুলো ও নিয়মিত শরীরচর্চা করলে শরীর ও মন দুই-ই ভালো থাকে। বর্তমান তরুণ প্রজন্ম স্মার্টফোনের জগতে ঢুবে থাকায় শরীরচর্চা ও খেলাধুলো থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। যার ফলে অল্প বয়সেই একাধিক শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। চিকিৎসকদের মতে, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলো করলে বয়সের সঙ্গে সঙ্গে শরীর ও মন সঠিকভাবে বিকশিত হয়। কাজে উৎসাহ পাওয়া যায়। এমনকি বিভিন্ন ধরনের রোগ-ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব। সেই কারণেই তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে উদ্বুদ্ধ করতেই রানাঘাট পুলিশ জেলা এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে।
advertisement
advertisement
নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০ জন প্রতিযোগী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি মহিলা প্রতিযোগীরাও অংশ নিয়েছিলেন। রানাঘাট পুলিশ জেলার সুপার ড: কে কান্নান বলেন, মূলত সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ককে আরও নিবিড় করতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিকভাবে ২৫০ জন প্রতিযোগী নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হল। আগামী দিনে আরও বড় করে এরকম অনুষ্ঠান করবেন বলে এদিন জানান তিনি।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
First Published :
January 03, 2023 5:50 PM IST